ভোটকেন্দ্র স্থাপনের নীতিমালা সংশোধনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নীতিমালা পরিবর্তনের জন্য মতামত চেয়ে ইতিমধ্যে মাঠ পর্যায়ে চিঠিও পাঠিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। ওই চিঠিতে বিদ্যমান ভোটকেন্দ্র স্থাপনের নীতিমালা সংযুক্ত করে মাঠ প্রশাসন থেকে মতামত চাওয়া হয়েছে।
ইসির সিনিয়র সহকারী সচিব রৌশন আরা বেগম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি সম্প্রতি সকল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা/উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পাঠানো হয়।
ইসির সিনিয়র সহকারী সচিব রৌশন আরা বেগম স্বাক্ষরিত মাঠপর্যায়ে পাঠানো ওই চিঠিতে বলা হয়, নির্বাচন কমিশন ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা সংশোধনের উদ্যোগ গ্রহণ করেছে। তাই জাতীয় সংসদ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচনের বিদ্যমান ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা সংশোধনের প্রস্তাব (যদি থাকে) প্রেরণের জন্য বলা হচ্ছে। আগামী ২০ নভেম্বরের মধ্যে ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা সংশোধনের প্রস্তাব নির্বাচন সহায়তা-১ শাখায় প্রেরণের জন্য অনুরোধ করা হলো।
চিঠির সাথে সংশ্লিষ্টদের কাছে বিদ্যমান ভোটকেন্দ্র স্থাপন নীতিমালাসমূহ পাঠানো হয়। পাশাপাশি কোনো ধরণের সংশোধন থাকলে তা পাঠাতে বলা হয়েছে।