শাহজাহান হেলাল, বর্তমানকন্ঠ ডটকম, ফরিদপুর : প্রাণঘাতী করোনাভাইরাস বিস্তারের প্রভাবে ফরিদপুরের মধুখালী উপজেলার নিন্ম আয়ের কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ফরিদপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মঞ্জুর হোসেন বুলবুল।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌর সভার ৮৭০টি পরিবারের মধ্যে নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাধারন সম্পাদকদের হাতে তুলে দেন।এই খাদ্য সামগ্রী তৃণমুল পর্যায়ে পৌছে দিবেন তাঁরা ।
খাদ্য সামগ্রী বিতরণ সময় উপস্থিত ছিলেন এমপি পত্নী পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক সেলিনা রহমান, উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ মধুখালী শাখার সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ার, মধুখালী থানার পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা।