সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৮:৪৩ অপরাহ্ন

মনপুরায় মেঘনার ভাঙন থেকে রক্ষায় ১৯২ কোটি টাকার কাজ শুরু

বর্তমানকণ্ঠ ডটকম / ১৩ পাঠক
রবিবার, ২১ জানুয়ারি, ২০১৮

মনপুরা (ভোলা) ,বর্তমানকণ্ঠ ডটকম,রবিবার,২১ জানুয়ারী ২০১৮: মেঘনার ভয়াল ভাঙন থেকে সাগর মোহনার মনপুরাকে রক্ষায় ১৯২ কোটি টাকার সিসি ব্লাক এবং জিও ব্যাগ স্থাপন কাজ শুরু হয়েছে। উপজেলার রামনেওয়াজ ঘাটে ৩ কিলোমিটার জিও ব্যাগ স্থাপন কাজ দ্রুত গতিতে চলছে। দীর্ঘদিনের প্রতিক্ষিত মনপুরা বাসীর প্রাণের দাবী নদী ভাঙন রোধ প্রকল্পের কাজ শুরু হওয়ায় ভাঙন কবলিত এলাকার মানুষের মাঝে খুশির আমেজ লক্ষ্য করা গেছে। সাধারণ মানুষ এখন স্বস্তিতে আছেন।

জিও ব্যাগ স্থাপনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। মেঘনায় জিও ব্যাগ পড়ায় আনন্দ উচ্ছ্বাসে দিন কাটাচ্ছেন সাগর পাড়ের বাসিন্দারা। ভিটেবাড়ি সহ বেঁচে থাকার শেষ অবলম্বনটুকু রক্ষায় সরকারের এ উদ্যোগে সন্তুষ্ঠ মনপুরার লক্ষাধিক মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন ভাঙ্গন কবলিত এলাকার অসহায় হাজারো মানুষ। আগামী বর্ষার আগেই সিসি ব্লাক স্থাপনের কাজ শেষ করার দাবি জানিয়েছন তারা। প্রতিদিন কাজ দেখার জন্য শত শত মানুষ নদীর পাড়ে ভীড় করেন।

সরজমিনে গিয়ে দেখা যায়, হাজারো শ্রমিক নদী ভাঙন রোধে দিন রাত কাজ করে যাচ্ছেন। ৩ কিলোমিটার ভাঙন কবলিত এলাকায় ৪টি ঠিকাদারি প্রতিষ্ঠন ৫টি প্যাকেজে কাজ করছেন। বানজিং টেক্সটাইল কোম্পানি দুইটি প্যাকেজ, ডন কর্পোরেশন, ওয়েস্টান ইঞ্জিনিয়ারিং এবং ফারিসা এন্টারপ্রাইজ প্রত্যেকটি কোম্পানি ১ করে প্যাকেজের কাজ করছে। ডিভিশন ২, মনপুরা পানি উন্নয়ন বোর্ড সম্পূর্ণ কাজের তদারকি করতে দেখা গেছে।

মনপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আলাউদ্দিন হাওলাদা জানান, মনপুরার মানুষের ১০০ বছরের আশা পূরণ হতে চলছে ব্লক স্থাপনের মধ্যদিয়ে। এর আগে কোন সরকারই অবহেলিত মনপুরার মানুষকে রক্ষায় এমন উদ্যোগ নেন নি। মনপুরা মানুষের সহায়-সম্পদ রক্ষায় এটি সবচেয়ে বেশি টাকার বরাদ্দ। সঠিক সময় কাজটি শেষ হলে মনপুরার মানুষের আজম্ম দুঃখ লাগব হবে।

এ ব্যাপারে পানিউন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোঃ আবুল কালাম বলেন, পানিউন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ প্রতিদিন কাজের তদারকি করছে। প্রাচীণ এ জনপদকে রক্ষায় সিসি ব্লক ও জিও ব্যাগ স্থাপনের জন্য চলতি বছর ১৯২ কোটি টাকা ব্যয়ে ৬ লাখ ৫৪ হাজার ৫০টি সিসিব্লক, ১২ লাখ ২ হাজার ৭৫৯টি জিওব্যাগ স্থাপন করবে রামনেওয়াজের ৩ কিলোমিটার নদীরপাড় জুড়ে। প্রকল্পের পুরো কাজ শেষ হবে ২০১৯ সালের জুন মাসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ