বিনোদন ডেস্ক । বর্তমানকণ্ঠ ডটকম-
প্রিয়জনের টানে মানুষ কী না করে। ঝড়ের রাতে সাত সমুদ্র পাড়ি দিয়ে প্রিয়তমাকে এক পলক কাছে পেতে দুচোখ ভরে দেখতে ছুটে আসেন প্রেমিক। প্রেমিকার হৃদয়ও ব্যাকুল হয়ে উঠে প্রেমিক বিরহে। দুজনই দুজনকে পেতে চায় ‘মনেপ্রাণে’।
এবার ভালবাসা দিবস উপলক্ষে ‘মনেপ্রাণে’ শিরোনামের একটি টেলিছবিতে এমনই রোমান্টিক গল্পের জমিন পাতা হয়েছে।
‘মনেপ্রাণে’ নামে টেলিছবিতে কাজ করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তার সঙ্গে দেখা যাবে দুই লাক্স সুন্দরী মেহজাবীন চৌধুরী ও মৌসুমী হামিদকে।
জাফরীন সাদিয়ার রচনায় ও প্রযোজনায় টেলিছবিটি পরিচালনা করেছেন রুবেল হাসান।
এ প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘ঠিকঠাকভাবে কাজ শেষ হলে আশা করি দর্শকরা ভিন্ন স্বাদের কিছু পাবে। নাটকটি দর্শকদের নতুন করে অনেককিছু ভাবাবে বলে আমার বিশ্বাস।’
‘মনেপ্রাণে’ নিয়ে মৌসুমী হামিদ বলেন, ‘দুর্দান্ত অনুপ্রেরণার একটি গল্প। রোমান্টিক ঘরানার এ টেলিছবিতে বিশেষ কিছু বার্তা থাকছে।’
অপূর্ব, মেহজাবীন ও মৌসুমী হামিদ ছাড়াও টেলিছবিতে আরও দেখা যাবে খালেকুজ্জামান, বিদ্যা নাথ সাহা, আতিকুর রাহমান শিবলী, ফিরোজ, ফারুক, অনিককে।
টেলিছবিটি চলতি মাসের ১৪ ফেব্রুয়ারি রাতে একুশে টিভিতে দেখানো হবে। এছাড়াও ‘জাফরীন স্টুডিও’ নামের একটি ইউটিউব চ্যানেলেও অবমুক্ত করা হবে ‘মনেপ্রাণে’।