শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০১:৪০ অপরাহ্ন

মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক বিক্ষোভ মিছিল

বর্তমানকণ্ঠ ডটকম / ০ Views পাঠক
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

সিরাজুল ইসলাম রতন, বর্তমানকন্ঠ ডটকম, গাইবান্ধা : কোভিড- ১৯ করোনাভাইরাস সংক্রমণ এড়াতে গোটা দেশ যখন স্তব্ধ। তখন কর্মহীন হয়ে পড়েছে অসহায় মানুষ। মানুষের দুঃখ দুর্দশার কথা বিবেচনা করে সরকার বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে।যদিও তা চাহিদার তুলনায় অপ্রতুল। প্রতিটি ইউনিয়নে মোট জনসংখ্যার ১% ত্রান বরাদ্ধ পায়নি ইউপি চেয়ারম্যানরা। ফলে জনগনের চাহিদা পুরনে ইউপি চেয়ারম্যানরা অনেকটাই ব্যার্থ! আর এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের বিপক্ষ প্রার্থীরা ইউপি চেয়ারম্যানরা ত্রাণ আত্মসাৎ করছে গুজব রটিয়ে জনগনকে বিভ্রান্ত করার পায়তারা করে আসছে। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে উপজেলার মহদীপুর ইউপির গাড়ানাটা ও শিবরামপুর গ্রামের কতিপয় ব্যাক্তিকে উস্কিয়ে দিয়ে ত্রাণের দাবিতে সড়ক অবরোধ করে। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন ব্যাক্তি জানায়, সাবেক ইউপি চেয়ারম্যান মশিউর রহমান লিপটু নেপথ্যে থেকে এই উস্কানি মুলক ঘটনা ঘটিয়েছেন।এ ব্যাপারে মশিউর রহমান লিপটু চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা হলে তিনি পলাশবাড়ীর বাইরে আছেন বলে জানান।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।তবে সচেতন মহলের দাবী যারই উস্কানিতে জনগনকে রাস্তায় নামানো হোক না কেন তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা প্রয়োজন। অন্যথায় ভবিষ্যতে এ রকম কর্মকান্ড ভয়াবহ আকার ধারন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ