স্টাফ রিপোর্টার, বর্তমানকন্ঠ ডটকম, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে পোল্ট্রির ডিমের ভিতর সাপের বাচ্চা পাওয়া গিয়েছে। সোমবার উপজেলার ৫নং শ্যামকুড় ইউনিয়নের গুড়দহ গ্রামে ভনু মন্ডলের বাড়িতে এঘটনা ঘটে।
ঘটনা সুত্রে জানা যায়, সোমবার সকালে ভনু মন্ডলের মেজো ছেলে রমজান মন্ডল বাজার থেকে পোল্ট্রির ডিম কিনে আনে। তারপর সেই ডিম রমজান মন্ডলের স্ত্রী ভাজি করতে গিয়ে ডিমটি ভাঙতেই দেখতে পাই মরা সাপের বাচ্চা। এ ঘটনা এলাকায় চাউর হওয়ার পরপরই পাশের বাড়ি থেকে শুরু করে অন্যান্য লোকজন এক নজর দেখতে ঘটনাস্থলে ভিড় করতর থাকে।