নিজস্ব প্রতিবেদক | বর্তমাকণ্ঠ ডটকম:
মহান বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের ভালোবাসা ও গভীর শ্রদ্ধা জানিয়েছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ঘাটাইলের বিশিষ্ট সমাজসেবক, টাঙ্গাইল জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও কৃষক দলের কেন্দ্রীয় নেতা শিল্পপতি মাইনুল ইসলাম।
দিবসটি উপলক্ষে রবিবার (১৬ ডিসেম্বর) উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঘাটাইলে অবস্থিত কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে।
এসময় ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।