মাদারীপুর সংবাদদাতা,বর্তমানকণ্ঠ ডটকম:
বাংলা টিভি ও দৈনিক ভোরেরপাতা পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি মেহেদী হাসান সোহাগের বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে সাংবাদিকের মাসহ তিন জনকে কুপিয়ে গুরুত্বর জখমসহ সাত জন আহত করেছে সন্ত্রাসীরা। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে বলে বিএমএসএফ’র স্থানীয় নেতৃবৃন্দ নিশ্চিত করেছে।
রবিবার দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
এদিকে দেশে প্রতিনিয়ত সাংবাদিক নির্যাতন ও হয়রাণীর ঘটনায় বিএমএসএফ গভীর উদ্বেগ প্রকাশ করছে।
নেতৃবৃন্দ বলেন, দেশে সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগি কোন আইন না থাকায় প্রতিনিয়ত সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছেই।
এ থেকে সাংবাদিকরা পরিত্রান চায়। সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে সরকারকে এখনই ভাবতে হবে। নয়তো অন্যায়-অনিয়ম ও দূর্নীতি বাড়বে। ফলে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়িত হতে বাঁধা হয়ে দাঁড়াবে। তাই দ্রুত সাংবাদিক নির্যাতন বন্ধে একটি যুগোপযোগি আইন প্রণয়ন সাংবাদিকদের প্রাণের দাবি।