খন্দকার শাহিন: নরসিংদীর মাধবদী পৌরসভার ৫নং ওয়ার্ডে উপ-নির্বাচনে প্রয়াত কাউন্সিলর সালাউদ্দিনের বড় ভাই মো: হেলাল উদ্দিন(মাস্টার) (প্রতীকঃ উট পাখি) নিয়ে জয় লাভ করেছে। ২৮ ডিসেম্বর ২০১৭ইং মাধবদী এস.পি ইনস্টিটিউশন ভেন্যুতে উৎসবমূখর পরিবেশে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশন সূত্র জানাযায়, এ ওয়ার্ডে মোট ভোটারের সংখ্যা ৩ হাজার ২ শত ৪১জন। এরমধ্যে পুরুষ ভোটার ১হাজার ৭শত ৪১জন এবং মহিলা ভোটার ১হাজার ৫শত জন। তাতে প্রার্থীতা ছিলে মোট ৪জন। এরা হলেন প্রয়াত কাউন্সিলর সালাউদ্দিনের বড়ভাই মো: হেলাল উদ্দিন (প্রতীকঃ উট পাখি)-১১৬৪, শাহিন মাহমুদ (প্রতীকঃ টেবিল ল্যাম্প)-৩৯, আবু তাহের আবু (প্রতীকঃ গাজর)- ৫৬৯ ও মো: লিয়াকত আলী (প্রতীকঃ পাঞ্জাবী)-২৮ ভোট পেয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের ১৪ সেপ্টেম্বর ৫নং ওয়ার্ডের ৩বারের নির্বাচিত কাউন্সিলর ও প্যানেল মেয়র আলহাজ্ব সালাউদ্দিনের মৃত্যুতে এ ওয়ার্ডের কাউন্সিলর পদটি শূন্য হয়। এ নিয়ম অনুযায়ী ১২ নভেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করেন নরসিংদী জেলা রিটার্নিং অফিসার মোহা: জাহাঙ্গীর হোসেন।