নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারী ২০১৮: কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে ২০১৬ সালের বার্ষিক প্রতিবেদন পেশকালে আবদুল হামিদ মানবাধিকার কমিশনের সদস্যদের বলেন, ‘সাধারণ মানুষের অধিকার রক্ষায় আন্তরিকতা ও সততার সঙ্গে আপনাদের দায়িত্ব পালন করতে হবে।’
রাষ্ট্রপতি মানবাধিকার কমিশনকে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে অভিহিত করে সর্বস্তরের মানুষের অধিকার রক্ষা করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
রাষ্ট্রপতিকে বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিকসহ মানবাধিকার কমিশনের কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করা হয়।
কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক ৫ সদস্যের প্রতিনিধিথদলের নেতৃত্ব দেন।