শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৩:১২ অপরাহ্ন

মাহাথিরের মন্ত্রিসভার প্রথম বৈঠকে সিদ্ধান্তে মন্ত্রীদের বেতন দশ ভাগ কমছে

বর্তমানকণ্ঠ ডটকম / ১১ পাঠক
বৃহস্পতিবার, ২৪ মে, ২০১৮

আন্তর্জাতিক ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮:
মালয়েশিয়ায় সরকারি খরচ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। এজন্য তিনি মন্ত্রীদের বেতনের ১০ ভাগ হ্রাস করা এবং চুক্তি ভিত্তিক নিয়োগ পাওয়া সরকারি কর্মচারীদের ছাটাই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল বুধবার প্রথমবারের মতো অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের এসব সিদ্ধান্তের কথা জানান মাহাথির মোহাম্মদ। খবর দ্য বিজনেস টাইমস ও চ্যানেল নিউজ এশিয়ার ।

পুত্রজায়ায় মন্ত্রিসভার বৈঠকের পর এক প্রেস ব্রিফিংয়ে মাহাথির মোহাম্মদ বলেন, চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ১৭ হাজার কর্মচারীকে ছাটাই দেওয়া হবে। আর মন্ত্রীদের বেতন ১০ ভাগ কমানো হবে। মাহাথির বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে এসব কর্মপদ্ধতি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, এটা আমার নিজস্ব কর্মপদ্ধতি। ১৯৮১ সালে আমি যখন প্রধানমন্ত্রী হয়েছিলাম, তখনও একই কাজ করেছিলাম।
মাহাথির জানান, সরকারের বড় প্রকল্পগুলো আবারও পর্যালোচনা করা হবে। এগুলোর বাজেট কাঁটছাঁটের সম্ভাবনা আছে। এছাড়া ‘ল্যান্ড পাবলিক ট্রান্সপোর্ট কমিশন, ন্যাশনাল প্রফেসরর্স কাউন্সিল ও স্পেশাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মতো অপ্রয়োজনীয় কিছু সংস্থা বিলুপ্ত করার ঘোষণাও দিয়েছেন তিনি। মাহাথির বলেন, এসব সংস্থা কেবল আমাদের পরামর্শ দেয়। কিন্তু তাদের বুদ্ধি ও পরামর্শ আমাদের এখন আর দরকার নেই। বরং তাদের চেয়ে বেশি বুদ্ধি আমাদের আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ