নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭: কুষ্টিয়ার মিরপুরে মা-বোনকে শারীরিক নির্যাতনের দায়ে স্বপন নামের এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে এ কারাদণ্ড প্রদান করেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম জামাল আহামেদ।
স্বপন উপজেলার পোড়াদহ ইউনিয়নের কলাবাড়ীয়া গ্রামের চা বিক্রেতা আব্দুল করিমের ছেলে।
এসএম জামাল আহামেদ জানান, বৃহস্পাতিবার সকালে নিজ বাড়িতে তার কলেজ পড়ুয়া-বোনকে লাঠি দিয়ে মারধর করে এবং মা ঠেকাতে আসলে তাকেও শারীরিক ভাবে নির্যাতন করে এবং তার পিতাকেও অপমান করে।
বাবা-মা ও বোনের অভিযোগের ভিত্তিতে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম স্বপনকে আটক করে।
পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।