শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ন

ময়মনসিংহে কোচিং বাণিজ্যের বিরুদ্ধে মানববন্ধন

বর্তমানকণ্ঠ ডটকম / ০ Views পাঠক
বুধবার, ২৪ জানুয়ারি, ২০১৮

আব্দুল্লাহ আল-আমীন,বর্তমানকণ্ঠ ডটকম, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮: ময়মনসিংহ শহরের বিভিন্ন এলাকায় গড়ে ওঠা ওলি-গলিতে অসংখ্য কোচিং সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন সচেতন নাগরিক, অভিভাবক ও শিক্ষার্থীরা। শহরের টাউন হলের সামনের সড়কে আজ মঙ্গলবার সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, ময়মনসিংহ শহরের বাউন্ডারি রোড, বিদ্যাময় স্কুল রোড, নাহা রোড ও নতুন বাজার এলাকায় গড়ে উঠেছে অসংখ্য কোচিং সেন্টার। শিক্ষার নামে ওই সব কোচিং সেন্টার শিক্ষা বাণিজ্য মেতে উঠেছে। ভোর থেকে শুরু হয়ে রাত পর্যন্ত কোচিং সেন্টারগুলোতে পড়ানো হয়। এতে শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ সৃষ্টি হয়। নতুন প্রজন্মকে রক্ষা করতে হলে কোচিং সেন্টার নামে ওই সব ব্যবসা প্রতিষ্ঠান অবিলম্বে বন্ধ করতে হবে। যদিও বিজ্ঞাপনে কোচিং সেন্টারগুলো নজরকাড়া লিফলেটে উল্লেখ করা হয়, মেধাবী শিক্ষার্থী তৈরি করা শিক্ষার হার বৃদ্ধিতে প্রতিযোগিতা মূলক ঘোষনা করেন। মূলত মানহীন শিক্ষাই অব্যস্থ হয়ে পড়ে শিক্ষার্থীরা।
বক্তারা আরও বলেন, কোচিং সেন্টারগুলো নিজেদের মধ্যে প্রতিযোগিতা করতে গিয়ে কোমলমতি স্কুলের শিক্ষার্থীদের ব্যবহার করে। এতে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত পড়াশোনার বোঝাও চাপিয়ে দেওয়া হয়। দিনে দিনে কোচিং সেন্টারের সংখ্যা বাড়ছে, যা স্কুলের শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মানের জন্য হুমকিস্বরূপ।
মানববন্ধনে বক্তব্য দেন ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন কমিটির সভাপতি অ্যাড. আনিসুর রহমান খান, ডাঃ হরি শংকর দাস, ব্যবসায়ী মাহবুবুল আলম, মুসলিম গার্লস কলেজের সাবেক অধ্যক্ষ শাহাবউদ্দিন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ এ কে এম আব্দুর রফিক, শিক্ষার্থীরা ও শিক্ষাপ্রতিষ্টানে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবক সচেতন নাগরিকবৃন্দ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ