বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৩ পূর্বাহ্ন

যথাযোগ্য মর্যাদায় উৎসব আনন্দে নেত্রকোণায় মহান মে দিবস পালিত

বর্তমানকণ্ঠ ডটকম / ৩ পাঠক
বুধবার, ২ মে, ২০১৮

শ্রী অরবিন্দ ধর,বর্তমানকন্ঠ ডটকম,বুধবার,২ মে ২০১৮: ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেটে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে শ্রমিক -জনতার আন্দোলন মুখর পহেলা মে এ দিনটি -প্রতি বছর সারা বিশ্বে উদযাপিত হয়।

এ ধারাবাহিকতায় বাংলাদেশে ও যথাযোগ্যভাবে বিভিন্ন কর্মসুচির মাধ্যমে উৎসব মুখর পরিবেশে আজকের দিনটি সকল শ্রমজীবী সংগঠন পালন করে আসছে।

মঙ্গলবার পহেলা মে ২০১৮ দিবসটি জেলা -উপজেলার সর্বস্থরের শ্রমিক কর্মবিরতির মাধ্যমে স্ব -স্ব শ্রমিক সংগঠন অনেক রকম কর্মসুচি বাস্তবায়নে ব্যাস্ত ছিল বৈরী আবাহাওয়া উপেক্ষা করে।

জেলা সদরে জেলা প্রশাসনের উদ্যোগে মে দিবস উদযাপনে সকালে ঐতিহাসিক মোক্তার পাড়ার মাঠে জেলাপ্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে এবং চিন্ময় তালুকদারের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন প্রধান অতিথি যুব ও ক্রীড়া উপমন্ত্রী (এমপি) আরিফ খান জয়, বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার শ্রী জয়দেব চৌধুরী, জেলা আঃ লীগ সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, যুগ্ন সম্পাদক নূর খান মিঠু, যুগ্ন সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, জেলা পরিষদ চেয়ারম্যান শ্রী প্রশান্ত কুমার রায় , জেলা কৃষক লীগ সভাপতি শ্রী কেশব রঞ্জন সরকার, সদর উপজেলা আঃ লীগ সভাপতি বজলুর রহমান শাজাহান, সাবেক ছাত্রনেতা গাজী মোজাম্মেল হোসেন টুকু, মটরযান কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন অবঃ কর্নেল আব্দুর নূর খান সহ অন্যান্য জেলার আঃ লীগ নেতা কর্মী এবং কর্মরত ইলেকট্রিক মিডিয়া, অন লাইন, প্রিন্টমিডিয়ার সাংবাদিকবৃন্দ। শতদল সাংস্কৃতিক গোষ্টী সংগীতের মাধ্যমে সকলকে মাতিয়ে রাখে।

উদযাপন আনন্দে মেতে উঠে -জেলা মটরযান কর্মচারী ইউনিয়ন, কাঠশিল্প শ্রমিক ইউনিয়ন, নির্মান শ্রমিক, স্বর্নকার শ্রমিক ইউনিয়ন, অটো রিক্সা, অটো টেম্পু, সি এন জি চালক শ্রমিক ইউনিয়ন, মটর সাইকেল মেকানিক্স সমিতি সহ জেলার সকল শ্রমজীবি সংগঠন।

বিকালে বারহাট্টা রোডস্থ মটরযান কর্মচারী ইউনিয়নের উদ্যোগে সভাপতি আব্দুল কদ্দুছের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা শেষে ধর্মীয়অনুশীলনে ভাব গাম্ভীর্য পরিসরে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে দোয়া পরিচালনা করেন মুফতী পিয়ার মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাবেক সাংসদ আব্দুল মোতালিব খান পাঠান।

সহ সম্পাদক মোঃ তরিফুর রহমান রিপন, আলতাব হোসেন খান মাসুদ সহ সংগঠনের প্রবীন -নবীন নেতৃবৃন্দ ও শত -শত শ্রমজীবি মানুষ এ মিলাদ মাহফিলে অংশ নেয়।

অবশেষে সাংস্কৃতিক অনুষ্টানের মধ্য দিয়ে দিবসটি উদযাপনের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ