নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে পুড়িয়ে দেয়া রংপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘর দেখতে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের হাপরিদর্শক একেএম শহীদুল হক। এসময় তারা ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন এবং খোজখবর নিবেন। পরিদর্শন শেষে এলাকাবাসী ও সুধী সমাজের সঙ্গে তারা মতবিনিময় করবেন।
আগের দিন সোমবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়। এছাড়াও আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ চলছে জোর গতিতে। ৪ থেকে ৫ দিনের মধ্যেই নতুন ঘর পাচ্ছেন ১০ পরিবার।
গত শুক্রবার ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের খলেয়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের মানুষদের ঘরে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা হয়। ১৪-১৫টি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসময় পুলিশের গুলিতে হাবিবুর রহমান (৩০) নামে একজন নিহত হন। গুলিবিদ্ধ হন বেশ কয়েকজন।