শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন

রক্তদানে বাংলাদেশে ফেসবুকের নতুন ফিচার

বর্তমানকণ্ঠ ডটকম / ৯ পাঠক
সোমবার, ২২ জানুয়ারি, ২০১৮

তথ্যপ্রযুক্তি ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,সোমবার,২২জানুয়ারী ২০১৮: রক্তদাতা ও যাদের রক্তের প্রয়োজন- এই দুই পক্ষের মধ্যে যোগাযোগ তৈরিতে বাংলাদেশে নতুন ফিচার চালু করতে যাচ্ছে সামাজিকমাধ্যম ফেসবুক।

বুধবার ফিচারটি চালু করা হবে জানিয়ে ফেসবুকের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন এই ফিচারের মাধ্যমে রক্তদাতা, সাধারণ জনগণ ও রক্তদান সম্পর্কিত সংগঠনগুলোকে এক প্লাটফর্মে নিয়ে আসবে এই সামাজিকমাধ্যমটি।

রক্তদাতা হিসেবে নতুন এই ফিচারে নিবন্ধন করতে পারবে যে কেউ। এক্ষেত্রে ‘facebook.com/donateblood’ অ্যাড্রেসটি ভিজিট করে রক্তদানে ইচ্ছুক ব্যক্তিরা নিজের প্রোফাইল এডিট করতে পারবে ও অন্যদের জানাতে পারবে।

রক্তদান উৎসাহিত করতে একটি বার্তাও প্রদর্শন করবে ফেসবুক। অ্যান্ড্রয়েড আইওএস এবং ডব্লিওডব্লিওডব্লিও স্মার্টফোনগুলোর মাধ্যমে পাওয়া যাবে এই সেবা।

এই ফিচারের মাধ্যমে যখন কারো রক্তের দরকার হবে, তারা বিশেষ বার্তা দিতে পারবে। ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে রক্তদাতাদের নোটিস পাঠাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ