নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম, সোমবার, ০৫ ফেব্রুয়ারী ২০১৮: রাজশাহীর পুঠিয়ায় ট্রাক চাপায় ২ এসএসসি পরীক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তারাপুর এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পুঠিয়া সদরের কাবিল হোসেনের ছেলে রাকিবুল হোসেন রাকিব, তেলিপাড়া গ্রামের আব্দুল মোমিন ও তার ছেলে মোস্তাফিজুল রহমান। রাকিব ও মোস্তাফিজুর পুঠিয়া পিএন উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
পুলিশ জানায়, পুঠিয়া উপজেলার বানেশ্বর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে এক মোটরসাইকেলে তিনজন যাচ্ছিল। তারাপুরে একটি অটোরিকশাকে অভারটেক করার সময় ট্রাকের ধাক্কার তিন মোটরসাইকেল আরোহী রাস্তার উপর ছিটকে পড়ে। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রাবিক ও মোস্তাফিজুর নিহত হন। পুঠিয়া হাসপাতালে নেয়ার পথে মারা যান আব্দুল মোমিন।