নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,সোমবার, ২০ নভেম্বর ২০১৭: রাতভর বাড়ি ঘিরে রাখার পর সকালে গ্রেফতার করা হয়েছে হুন্ডির মাধ্যমে ৮ কোটি টাকা আয় মামলার আসামি পঙ্কজ রায়কে।
সোমবার সকালে রাজধানীর ধানমণ্ডির ১৩ নম্বর সড়কের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গ্রেফতার পঙ্কজ রায় ব্রোকারেজ অ্যালায়েন্স সিকিউরিটিজের চেয়ারম্যান।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য সংবাদমাধ্যমে বলেন, সোমবার সকালে ধানমণ্ডির ১৩ নম্বর সড়কে পঙ্কজের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, পঙ্কজকে গ্রেফতারের জন্য রোববার রাত থেকে দুদকের উপসহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌসের নেতৃত্বে একটি দল তার বাড়ি ঘিরে রাখে।
এ সময় বাড়ির ভেতরে ঢুকতে দুদকের দলকে বাধা দেয়া হয়। পরে সোমবার সকালে তাকে গ্রেফতার করা হয় বলে জানান প্রণব কুমার।
উল্লেখ্য, হুন্ডির মাধ্যমে আট কোটি টাকা অর্জনের অভিযোগে রোববার রমনা থানায় পঙ্কজ রায়ের বিরুদ্ধে মামলা করে দুদক।