1. azadkalam884@gmail.com : A K Azad : A K Azad
  2. bartamankantho@gmail.com : বর্তমানকণ্ঠ ডটকম : বর্তমানকণ্ঠ ডটকম
  3. cmisagor@gmail.com : বর্তমানকণ্ঠ ডটকম : বর্তমানকণ্ঠ ডটকম
  4. khandakarshahin@gmail.com : Khandaker Shahin : Khandaker Shahin
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৭:০৮ অপরাহ্ন
১১ বছরে বর্তমানকণ্ঠ-
১১ বছর পদার্পণ উপলক্ষে বর্তমানকণ্ঠ পরিবারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা....

রায়ে জনগণ হতাশ, ক্ষুব্ধ ও স্তম্ভিত: বিএনপি

বর্তমানকণ্ঠ ডটকম
  • প্রকাশিত : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯
  • ২৩ পাঠক

স্টাফ করেসপন্ডেন্ট | বর্তমানকন্ঠ ডটকমঃ
দীর্ঘ প্রায় ২ বছর যাবত কারাবন্দি ও অসুস্থ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুরের প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। দলটির দাবি, ‘যে রায় হয়েছে সেই রায়ে সারা দেশের মানুষ হতাশ এবং ক্ষুব্ধ। জাতি পুরোপুরিভাবে স্তম্ভিত শুধু নয়, ক্ষুব্ধও। যে প্রত্যাশা মানুষের মধ্যে ছিলো যে অন্তত আমাদের শেষ আশা-ভরসারস্থল সর্বোচ্চ বিচারালয় থেকে মানুষ এবং তাদের প্রিয় নেত্রী (খালেদা জিয়া) ন্যায় বিচার পাবেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি সেই ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন।’

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণীয় ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে অনুষ্ঠিত হয়। বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহ নিয়ে দলের পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা মনে করি— জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে, জনগণের সক্রিয় আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই যে সরকার যারা আজকে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে, তাদেরকে বাধ্য করব এই নির্বাচনের (একাদশ সংসদ) ফলাফল বাতিল করে একটি নিরপেক্ষ সরকারের অধীনে ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নতুন নির্বাচন দিয়ে জনগণের সরকার গঠন করতে।’

‘সেই সময়ে জনগণের সামনে আমরা অন্তত এটুকু নিয়ে আসতে পারবো যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার সেই স্বপ্ন যেন জনগণ দেখতে পারেন।’

মির্জা ফখরুল বলেন, ‘সরকার সুপরিকল্পিত ভাবে গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামো দুর্বল করতে এক এক করে ব্যবস্থা নিয়েছে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করা শুরু হয়েছে। বিচার ব্যবস্থাকে দখল করেছে, মিডিয়া ইচ্ছামতো মত প্রকাশ করতে পারছে না।’

মামলা তাদের (সরকার) বড় অস্ত্র। মিথ্যা মামলা দিয়ে জেলজুলুম করে সরকারকে ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

স্কাইপে দলের ভারপ্রাপ্ত তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

এর আগে দলের ভাইস-চেয়ারম্যান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদীন খালেদা জিয়ার মামলায় আপিল বিভাগের রায় বিস্তারিতভাবে স্থায়ী কমিটির সদস্যদের কাছে তুলে ধরেন।




শেয়ার করে সাথে থাকুন-

এই পাতার আরো খবর

















Bartaman Kantho © All rights reserved 2020 | Developed By

Privacy Policy

Theme Customized BY WooHostBD