নারায়ণগঞ্জ ,বর্তমানকণ্ঠ ডটকম: বেসরকারি প্রতিষ্ঠান ‘পারটেক্স গ্রুপ’র একটি হেলিকপ্টারে যান্ত্রিক দ্রুটি দেখা দেয়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় জরুরি অবতরণ কালে বিধ্বস্ত হয়। এতে দু’জন আহত হয়েছেন।
তারা হলেন- মিজান (৪৫) ও জিয়া (৩৮) । তবে তারা এখন শঙ্কা মুক্ত ।
মঙ্গলবার বিকেলে পূর্ব কলাতলি আমেরিকান সিটি এলাকায় ঘুরাঘুরি করার সময় এ দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটিতে ১ জন পাইলট ও ২ জন যাত্রী ছিলেন।
পুলিশের ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেলিম মিয়া এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার বিকেলে পারটেক্স কোম্পানির একটি হেলিকপ্টার ১ জন পাইলট ও ২ জন যাত্রী নিয়ে রূপগঞ্জ পূর্ব কলাতলি আমেরিকান সিটি এলাকায় ঘুরাঘুরি করার সময় হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করাকালে ২ জন আহত হন। তবে তারা শঙ্কা মুক্ত ।