বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তিন বিদেশি পররাষ্ট্রমন্ত্রী

বর্তমানকণ্ঠ ডটকম / ৩ পাঠক
রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭

কক্সবাজার,বর্তমানকণ্ঠ ডটকম,রবিবার, ১৯ নভেম্বর ২০১৭: রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে কক্সবাজারে গেছেন তিন বিদেশি পররাষ্ট্রমন্ত্রী। রোববার সকাল ১১টার দিকে তারা হেলিকপ্টারযোগে কক্সবাজার পোঁছান।
তাদের সঙ্গে রয়েছেন ইইউ প্রতিনিধিও। এর আগে সকালে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর নেতৃত্বে কক্সবাজারের উদ্দেশে তাদের বহনকারী হেলিকপ্টারটি তেজগাঁও বিমানঘাঁটি ত্যাগ করে।
বিদেশি পররাষ্ট্রমন্ত্রীরা হলেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো, জার্মানির সিগমার গ্যাব্রিয়েল ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালস্টার। তাদের সঙ্গে রয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রবিষয়ক প্রধান ফেদেরিকো মঘেরিনি।
বর্তমানে তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প ঘুড়ে দেখছেন। ক্যাম্প পরিদর্শন শেষে বিকেলে অতিথিদের নিয়ে কক্সবাজার থেকে ঢাকায় ফিরবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
পরে রাতেই মিয়ানমারের নেইপিদোতে অনুষ্ঠেয় আসাম সম্মেলনে যোগ দিতে ঢাকা ত্যাগ করবেন তারা। সেখানে যাবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ