নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭: সেনাবাহিনির হত্যা ও নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তি সই হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে দেশটির রাজধানী নেপিদোতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী মধ্যে এই সমঝোতা স্মারক সই হয়। দুই মাসের মধ্যে শুরু হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া।
তবে, প্রত্যাবাসন প্রক্রিয়া শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়নি।