রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১০:২০ অপরাহ্ন

লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ২

বর্তমানকণ্ঠ ডটকম / ১৬ পাঠক
শনিবার, ১১ জানুয়ারি, ২০২০

লক্ষ্মীপুরে সদর উপজেলায় ট্রাকেরধাক্কায় পিকআপভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শনিবার (১১ জানুয়ারি) সকালে সদর উপজেলার যাদৈয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিকআপভ্যান চালক মো. মামুন নোয়াখালী জেলার বেগমগঞ্জের গোপালপুর গ্রামের নূরনবীর ছেলে। আহতরা হলেন, নিজাম ও রিয়াজ।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার যাদৈয়া এলাকায় একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় পিকআপ ভ্যানের চালক মামুন ঘটনাস্থলেই নিহত হন। গুরুত্বর আহত অপর দুইজনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক ইকবাল হেসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পিকআপ ভ্যান থেকে একজনের লাশ উদ্ধার করে ও গুরুতর আহত অবস্থায় দুইজনকে সদর হাসপাতালে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ