1. azadkalam884@gmail.com : A K Azad : A K Azad
  2. bartamankantho@gmail.com : বর্তমানকণ্ঠ ডটকম : বর্তমানকণ্ঠ ডটকম
  3. cmisagor@gmail.com : বর্তমানকণ্ঠ ডটকম : বর্তমানকণ্ঠ ডটকম
  4. khandakarshahin@gmail.com : Khandaker Shahin : Khandaker Shahin
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৭ অপরাহ্ন
১১ বছরে বর্তমানকণ্ঠ-
১১ বছর পদার্পণ উপলক্ষে বর্তমানকণ্ঠ পরিবারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা....

শাহজালাল বিমানবন্দরে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

বর্তমানকণ্ঠ ডটকম
  • প্রকাশিত : রবিবার, ১৫ জুলাই, ২০১৮

নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,রবিবার,১৫ জুলাই ২০১৮: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডিপার্চার টার্মিনালের ইমিগ্রেশন কাউন্টারের সামনে আগুন লেগেছে।

রবিবার (১৫ জুলাই) আনুমানিক সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সেখানে ধোঁয়া ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ইমিগ্রেশন কাউন্টারটি হজযাত্রীদের জন্য ব্যবহার করা হচ্ছে। ধোঁয়া দেখে হজযাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় বিমানবন্দর টার্মিনালের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু বলতে পারেনি ফায়ার সার্ভিস।

আতিকুর রহমান বলেন, ‘কীভাবে ধোঁয়া ছড়িয়ে পড়লো তা এখনই বলা যাচ্ছে না। আমরা আপাতত আগুন নিয়ন্ত্রণের কাজ করছি।’

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক বলেন, ‘কোনও আগুন লাগেনি, ধোঁয়া ছড়িয়ে পড়েছিলো। কিন্তু আমরা সতর্কতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। এখন বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’

এর আগে ২০১৫ সালের ২০ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরের দ্বিতীয় তলার ওসি ইমিগ্রেশন (বহির্গমন) কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড হয়। ২০১৭ সালের ১১ আগস্ট বিমানবন্দরের মূল ভবনের তৃতীয় তলায় এয়ার ইন্ডিয়ার কার্যালয়েও আগুন লাগে।




এই পাতার আরো খবর

















Bartaman Kantho © All rights reserved 2020 | Developed By

Privacy Policy

Theme Customized BY WooHostBD