শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ন

শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন করতে চায় সরকার: পরিকল্পনামন্ত্রী

বর্তমানকণ্ঠ ডটকম / ০ Views পাঠক
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২০

সুনামগঞ্জ :
দেশের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনের বিষয়টি সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, ‘‘বর্তমান পৃথিবী প্রযুক্তিনির্ভর। তাই আমাদের শিক্ষাব্যবস্থার গিয়ার পরিবর্তন করতে হবে। কেরানি তৈরির উৎস না রেখে বিজ্ঞান ও টেকনিক্যালের দিকে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিকে নজর দিয়েছেন।’

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন এম এ মান্নান।

এম এ মান্নান পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত দেশ ও মানুষের কল্যাণে কাজ করছেন। তিনি অত্যন্ত পরিশ্রমী। আমরা তাঁর সহযোগী। তাঁর কাজে সবার সহযোগিতা করা উচিত। তাঁকে উৎসাহ দেয়া উচিত।’

শিক্ষার্থীদের উদ্দেশে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অগ্রযাত্রায় তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে। অনেকেই বাংলাদেশের বিকল্প খোঁজে। বাংলাদেশের কোনো বিকল্প নেই। এই অলীক চিন্তা করে লাভ নেই। আমাদের বিকল্প আমরাই। তাই দেশে থেকে দেশের জন্য কাজ করতে হবে।’

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষাব্যবস্থার ব্যাপক উন্নতি করেছে। দেশের পিছিয়ে পড়া অঞ্চলে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হচ্ছে। দেশে এখন এক শর ওপরে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় আছে। অথচ একসময় এসব চিন্তার বাইরে ছিল। সুনামগঞ্জের হাওর এলাকাতেও মেডিকেল কলেজের কাজ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় হবে। রেললাইন আসবে। তাই দেশের মানুষকে উন্নয়নের পক্ষে থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ