এ কে আজাদ, ব্যুরো প্রধান, বর্তমানকন্ঠ ডটকম : শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের আজ সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন। আবুল খায়ের জানান, গতকাল রোববার রাতে পরীক্ষার প্রতিবেদনে শিক্ষামন্ত্রীর করোনাভাইরাস শনাক্ত হয়। বর্তমানে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। শারীরিক কোনো জটিলতা নেই। ২০০৮ সালের সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে জয়লাভের মধ্য দিয়ে তিনি সংসদ সদস্য হন। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভার বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান। তিনি দশম সংসদ নির্বাচনে জয়লাবের পর পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। একাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভায় ডা. দীপু মনি শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পান। এছারা ২০১৬ সালে অনুষ্ঠিত আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে তিনি পুনরায় বাংলাদেশ আওয়ামী লেিগর যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। চাঁদপুরের বৃহত্তর আওয়ামী পরিবারসহ চাঁদপুরবাসী দীপু মনির সুস্থতা কামনা করেছেন।