নিউজ ডেস্ক, বর্তমানকণ্ঠ ডটকম,সোমবার,২৬ মার্চ ২০১৮:
চট্টগ্রামের বোয়ালখালীতে ১০ বছরের এক শিশু ধর্ষণের চেষ্টা করেছে ৬২ বছরের আবুল কালাম নামের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত আবুল কালামকে আটকের পর জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করেছে। শিশুটির পরিবার এ নিয়ে থানায় মামলা করেছে।
রবিবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার হাজীরহাটে এ ঘটনার পর রাতে থানায় মামলা দায়ের হয়। শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার ৩য় শ্রেণিতে পড়ে।
মামলার বিবরণে জানা যায়, রবিবার বিকেলে উপজেলার হাজীরহাটের একটি টেইলার্সে কাপড় সেলাই করতে দিতে গেলে শিশুটিকে পূর্ব পরিচয়ের সূত্র ধরে পৌর সদরের ৫নং ওয়ার্ডের মুফতিপাড়ার বাসিন্দা আলী আহম্মদের ছেলে আবুল কালাম অফিসে নিয়ে যায়। পরে শিশুটি পড়নের জামা খুলে শরীরে বিভিন্ন স্পর্শ কাতর স্থানে হাত দিতে থাকে। ভয়ে শিশুটি চিৎকার দিলে স্থানীয়রা শিশুটি উদ্ধার করে ও আবুল কালামকে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করেন।
স্থানীয়রা জানান, শিশুটি হাজীর হাট এলাকায় গেলে আবুল কালাম প্রায় সময় টাকা পয়সা দিতো। এছাড়া নানা খাবার কিনে দিয়ে শিশুটির সাথে ভাব জমিয়ে এ ঘটনা ঘটিয়েছে। শিশুটি পরিবারের সাথে উপজেলার অলিবেকারি এলাকায় ভাড়া বাসা নিয়ে বসবাস করে। আবুল কালাম উপজেলা কৃষি অফিসে প্ল্যান্ট প্রোডাকশন মেকানিক হিসেবে কর্মরত ছিলেন।
মামলার বাদী শিশুটির পিতা জানান, আবুল কালাম হাজীর হাট এলাকার দিঘির পাড়ে একটি অফিস ঘর বানিয়েছে। স্থানীয়রা এগিয়ে না গেলে বড় ধরনের অঘটন ঘটতে পারতো।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু দাস রানা বলেন, এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে। আসামিকে আদালতে সোর্পদ করা হয়েছে।