শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:২৬ অপরাহ্ন

শৈলকুপায় ১২ দিনে ৪ খুনের পর এবার দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে বাড়িঘর ভাংচুর: পুলিশের ফাঁকা গুলি, আটক ১

বর্তমানকণ্ঠ ডটকম / ০ Views পাঠক
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

জাহিদুর রহমান তারিক, বর্তমানকন্ঠ ডটকম, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে আ’লীগের দু‘দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, বাড়িঘর ও দোকানপাট ভাংচুর করা হয়েছে। বুধবার (১০ জুন) সকালে উপজেলার পৌর এলাকার সাতগাছি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সুত্রে জানা যায়, পৌর এলাকার সাতগাছি গ্রামে আওয়ামী লীগের সামাজিক মাতব্বর সাবেক ওর্য়াড কমিশনার নজির উদ্দীন ভোল্টার সাথে স্থানীয় আ‘লীগ নেতা নজরুল ইসলামের বিরোধ চলে আসছিল। এরই সুত্র ধরে উভয়ই গ্রুপের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে সকাল ১০টার দিকে নজরুল মাতব্বরে বাড়িতে ইট পাটকেল ছোড়ে ও একাধিক বাড়িঘর ভাংচুর করে প্রতিপক্ষরা। এরই জের ধরে নজরুল গ্রুপের লোকজনও দোকানপাট বাড়িঘরে হামলা চালায়। এসময় সাবেক কাউন্সিল ও পৌর যুবলীগ নেতা রবিউল ইসলাম লাল্টুকে আটক করেছে পুলিশ।

শৈলকুপা সার্কেল আরিফুল ইসলাম ঘটনাস্থল পরির্দশন করেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পুলিশ ৫ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছুড়ে। তারপর থেকে পরিস্থিতি স্বাভাবিকের দেখা পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ