শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৭:০০ পূর্বাহ্ন

সংলাপের শুরুতে ঐক্যের নেতাদের যা বললেন প্রধানমন্ত্রী

বর্তমানকণ্ঠ ডটকম / ০ Views পাঠক
শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮

নিজস্ব প্রতিবেদক | বর্তমানকণ্ঠ ডটকম:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশটা আমাদের। সবাই মিলেই একে ভাল রাখতে হবে, গড়ে তুলতে হবে। বৃহস্পতিবার(১ নভেম্বর) সন্ধ্যায় ৭টায় জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ ৯ বছর ক্ষমতায় থেকে দেশের যা উন্নয়ন করেছে, তা সবাই দেখেছেন। এখন এই দেশটাকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

সবাই মিলেই দেশের শান্তিশৃঙ্খলা রক্ষা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের উদ্দেশে সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ এই অনুষ্ঠানে আপনারা এসেছেন। গণভবন ও জনগণের এই ভবনে আপনাদের স্বাগত জানাই।’

তিনি বলেন, ‘বাংলাদেশের জন্য যে আর্থ-সামাজিক উন্নয়নের কাজ করে যাচ্ছি এবং দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে গণতন্ত্রের ধারা অব্যাহত রেখেছি। বাংলাদেশ এক, এদেশের এই উন্নয়নের গতিধারা অব্যাহত রাখার ক্ষেত্রে আজকের অনুষ্ঠান বিরাট অবদান রাখবে বলে মনে করি।’

শেখ হাসিনা বলেন, ‘এ ছাড়া এই দেশটা আমাদের সকলের, মানুষের ভাগ্যের পরিবর্তন করা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশের সার্বিক উন্নয়ন- এটাই আমাদের মূল লক্ষ্য। উন্নয়নের বিচারের ভার জনগণের উপর ছেড়ে দিলাম।’

তিনি বলেন, ‘দীর্ঘ ৯ বছর ১০ মাস হতে চলল, আমরা সরকারে। এই সময়ের মধ্যে আমরা দেশের কতটা উন্নয়ন করতে পেরেছি, সেটা নিশ্চয়ই আপনারা বিবেচনা করে দেখবেন। এতটুকু বলতে পারি, বাংলাদেশের সাধারণ মানুষ ভালো আছে, তাদের ভাগ্যের পরিবর্তন ঘটেছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দিন বদলের যে সূচনা করেছিলাম, সেই দিন বদল হচ্ছে। এটিকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন করে। লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা। আমাদের মহান নেতা জাতির পিতার নেতৃত্বে আমরা এ স্বাধীনতা অর্জন করেছি। আজকে সেই স্বাধীনতার সুফল যেন প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছতে পারে, সেটাই আমাদের একমাত্র লক্ষ্যে। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।’

এরপর সংলাপের আনুষ্ঠানিকতা শুরু হয়। সংলাপে ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের ২১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর জাতীয় ঐক্যফ্রন্টের ২১ সদস্যের নেতৃত্ব দিচ্ছেন প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ