শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:২১ পূর্বাহ্ন

সরে দাঁড়াচ্ছেন অং সান সু চি!

বর্তমানকণ্ঠ ডটকম / ০ Views পাঠক
সোমবার, ২৬ মার্চ, ২০১৮

নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,সোমবার,২৬ মার্চ ২০১৮: সরে দাঁড়াচ্ছেন অং সান সু চি! এমনই গুঞ্জন শুরু হয়েছে। মিয়ানমারের বহুল আলোচিত এই স্টেট কাউন্সিলর অবশেষে বিদায় নিচ্ছেন। তিনি যে কোনো মুহূর্তে অবসরে যেতে পারেন বলে গুঞ্জন শুরু হয়েছে।

সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) কার্যনির্বাহী কমিটির এক বৈঠকে সু চি সম্ভব হলে নিজেকে সরিয়ে নিতে চান বলে জানানোর পর এ গুঞ্জন ছড়িয়ে পড়ে।

শনিবার এনএলডি’র এ তথ্য জানানো হলেও রবিবার এনএলডি`র এক মুখপাত্র সু চির পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন।

তিনি বলেন, `খবর বেরিয়েছে যে অং সান সু চি অবসরে যাবেন। আমি বললাম, না। তবে দলের কর্মীরা যদি কঠোর পরিশ্রম করেন, তবেই তিনি অবসরে যাবেন। এটা তিনি (সু চি) সব সময়ই বলেন। কিন্তু তার মানে এই নয় যে, তিনি শিগগিরই অবসরে যাবেন।`

এনএলডি`র মুখপাত্র শনিবারের বৈঠকের ব্যাপারে বলেন, `নেইপিদোতে যে বৈঠক হয়েছে সেটি ছিল শুধুমাত্র সামাজিক সমাবেশ। বৈঠকে রাজনৈতিক কোনো বিষয়ে আলোচনা হয়নি। এটি ছিল অনিয়মিত একটি আলোচনা। সিইসির সদস্যদের সাথে দীর্ঘসময় ধরে এ বৈঠক হয়েছে।`

তিনি বলেন, `প্রেসিডেন্ট পদত্যাগ করায় ভাইস প্রেসিডেন্ট ইউ উইন মিন্ত দেশের শীর্ষ এ পদের দায়িত্ব পালন করছেন। আমরা কার্যনির্বাহী কমিটির পুরনো এবং নতুন সদস্যদের সাথে সামাজিক আড্ডা দিয়েছি।`


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ