শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন

সামা‌জিক দূরত্ব বজায় রাখতে চাঁদপুরে কাজ করছে সেনাবা‌হিনী

বর্তমানকণ্ঠ ডটকম / ০ Views পাঠক
শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০

এ কে আজাদ, ব্যুরো প্রধান, বর্তমানকন্ঠ ডটকম, চাঁদপুর : ক‌রোনভাইরাস প্র‌তি‌রো‌ধে সামা‌জিক দূরত্ব বজায় রাখ‌তে ও জনগ‌ণের মা‌ঝে স‌চেতনতা বৃ‌দ্ধি‌তে কাজ কর‌ছে সেনাবা‌হিনী । সারা‌দে‌শের ন্যায় চাঁদপু‌রবাসী ৯ম দি‌নের ন্যায় গৃহব‌ন্ধি।
নিত্য প্র‌য়োজনীয় প‌ণ্যের দোকান ছাড়া সব দোকান মার্কেট বন্ধ রয়েছে। তারপরও কিছু মানুষ প্র‌য়োজ‌নের তা‌গিদে রাস্তায় বের হ‌চ্ছে, সেসকল মানুষ‌দের স‌চেতন কর‌তে সার্বক্ষ‌নিক কাজ কর‌ছে সেনা সদস্যগণ। সক‌লে যেন সামাজিক দূরত্ব বজায় রে‌খে কাজ ক‌রেন সে‌দি‌কে বি‌শেষ নজর রাখ‌ছে ।

৩ এ‌প্রিল শুক্রবার চাঁদপুর শহ‌রে ক্যা‌প্টেন সাম‌সের নেতৃ‌ত্বে সেনাসদস্য‌দের এক‌টি টিম কালী বা‌ড়ি মোড়, পালবাজার, শপথ চত্তর, নতুন বাজার মোড়, বাসস্ট্যান্ড, পুরানবাজার , ওয়ার‌লেছ মো‌ড়ে জনগণ‌কে সচেতন ক‌রেত লিফ‌লেট বিতরন, সামা‌জিক দূরত্ব বজায় রে‌খে দোকা‌নে পণ্য ক্র‌য়ের জন্য গোল বৃত্ত অংকন ও মাক্স বিহীন থাকা জনগণ‌কে মাক্স পড়‌তে অনু‌রোধ ক‌রা ও যানবাহ‌নে জীবানুনাশক স্প্রে ছিটা‌নোর কাজ সার্বক্ষ‌নিক ক‌রে যা‌চ্ছেন।
শহ‌রের বি‌ভি‌ন্ন ঔষধের দোকা‌নের সাম‌নে সামা‌জিক দূরত্ব বজায় রাখ‌তে গোল চি‌হ্নিত বৃক্ত এ‌কে দেয় সেনা সদস্যরা। সাথে দোকান‌দারদের অনু‌রোধ ক‌রে বলা হয় আপনারা জটলা ক‌রে পণ্য বিক্রি কর‌বেন না।
এ সময় ক্যা‌প্টেন সাম‌স মাই‌কিং ক‌রে পথচারী‌দের ব‌লেন, আপনারা অযথা ঘ‌রের বাই‌রে বের হ‌বেন না। মাক্স ছাড়া কেউ রাস্তার ঘুড়াঘু‌ড়ি কর‌বেন না, প্রয়োজন ছারা কেউ ঘর থেকে বের হবেন না এবং অতি প্রয়োজনে বের হলে সামাজিক দূরত্ব বজায় রেখে দ্রুত কাজ শেষে বাসায় ফিরে যাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ