1. azadkalam884@gmail.com : A K Azad : A K Azad
  2. bartamankantho@gmail.com : বর্তমানকণ্ঠ ডটকম : বর্তমানকণ্ঠ ডটকম
  3. cmisagor@gmail.com : বর্তমানকণ্ঠ ডটকম : বর্তমানকণ্ঠ ডটকম
  4. khandakarshahin@gmail.com : Khandaker Shahin : Khandaker Shahin
মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১০:৫৯ পূর্বাহ্ন
১১ বছরে বর্তমানকণ্ঠ-
১১ বছর পদার্পণ উপলক্ষে বর্তমানকণ্ঠ পরিবারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা....

সিএসডিএফ’র “করোনাকালে নারী নেতৃত্ব, গড়বো নতুন সমতার বিশ্ব” নাগরিক সংলাপে বক্তারা

বর্তমানকন্ঠ ডটকম, চট্রগ্রাম। 
  • প্রকাশিত : সোমবার, ১৫ মার্চ, ২০২১

করোনাকালে ঘরে বাইরে নারীরা সম্মুখযোদ্ধা হিসাবে করোনা মোকাবেলায় অকল্পনীয় অবদান রাখলেও নারীর সে অবদানকে স্বীকৃতি প্রদান করা হয়নি। অধিকন্তু করোনায় লকডাউন চলাকালে নারীর প্রতি সহিংষতার প্রকোপ অনেক বেড়ে গিয়েছিলো। নারী ও শিশু ধর্ষণ থেমে ছিলো না। এছাড়াও করোনা পরবর্তী করোনার ক্ষয় ক্ষতি পুষিয়ে নিতে সরকার বিভিন্ন ব্যবসায়ী ও নারী উদ্যোক্তাদের জন্য নানা প্রণোদনা ঘোষণা করলেও নারীরা সে প্রণোদনা পায় নি। তাই শুধু প্রধান মন্ত্রী, বিরোধী দলের নেত্রী, স্পীকার নারী হলেই নারীর অধিকার ও মর্যদা প্রতিষ্ঠা হবে না। মানুষের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল প্রশাসনিক ব্যবস্থা, আইনপ্রয়োগকারী সংস্থা, বিচারাঙ্গন ও গণমাধ্যম যদি নারী তথা মানুষের অথিকারের প্রতি শ্রদ্ধাশীল না হন তাহলে একজন মানুষ কিভাবে তার ন্যায্য ভোগ করতে পারবে? সেকারনে নারীর অধিকার ও মর্যদা প্রতিষ্ঠায় সর্বাগ্রে মানুষের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল প্রশাসন, সামাজিক ন্যায্যতা ও সত্যিকারের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। ১৩ মার্চ ২০২১ নগরীর হোটেল সৈকতের সাম্পান হলে চিটাগাং সোস্যাল ডেভেলপমেন্ট ফোরাম (সিএসডিএফ) ও ক্যাব চট্টগ্রামের উদ্যোগে বিশ^ নারী দিবস উপলক্ষে “করোনাকালে নারী নেতৃতৃ¦, গড়বো নতুন সমতার বিশ্ব” শীর্ষক নাগরিক সংলাপে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।

সিএসডিএফ’র সাধারন সম্পাদক ও বিশিষ্ঠ নারী নেত্রী জেসমিন সুলতানা পারুর সভাপতিত্বে ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিএসডিএফ’র চেয়ারপারসন ও ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন। বিষয়ভিত্তিক আলোচনায় বক্তব্য রাখেন দৈনিক পূর্বকোনের সিনিয়র উপ-সম্পাদক ডেইহী মওদুদ, চট্টগ্রাম ডায়বেটিক জেনারেল হাসপাতালের প্রধান পুষ্ঠিবিদ হাসিনা আক্তার লিপি, পাঁচলাইশ থানা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাকিয়া আকতার। আলোচক ছিলেন জেলা পরিষদ সদস্যা রেহেনা চৌধুরী, চট্টগ্রাম সিটিকরপোরেশনের কাউন্সিলর আফরোজা কালাম, জেসমিন পারভীন জেসি, বেবী দোভাষ, শাহীন আকতার রোজী, কর্নফুলী উপজেলা মহিলা ভাইস চেয়ারমান বানেজা বেগম ও চট্টগ্রাম ইউমেন চেম্বারের সহ-সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন আনসার-১৫ ব্যাটেলিয়ানের পরিচালক এস এম আজিম উদ্দীন। আলোচনায় অংশনেন ক্যাব চট্টগ্রাম দক্ষিন জেলা সভাপতি আলহাজ¦ আবদুল মান্নান, ক্যাব পাঁচলাইশের সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর, ক্যাব জামাল খানের সুচিত্রা গুহ টুম্পা, নারী উদ্যোক্তা আফরোজা সুলতানা পুর্নিমা, নারী নেত্রী লায়লা ইব্রাহিম বানু, ক্যাব খুলসীর সভাপতি প্রকৌশলী হাফিজুর রহমান, নারী নেত্রী শাহীন শিরিন, উন্নয়ন কর্মী নজরুল ইসলাম, জিনাত আরা প্রমুখ।

বিভিন্ন বক্তাগন বলেন নারীর বিরুদ্ধে সহিংষতা, বঞ্চনা, অন্যায্যতার সংগ্রাম নতুন বিষয় নয়। যুগে যুগে নারীর বিরুদ্ধে সহিংষতা ও সন্ত্রাস থেমে ছিলো না। আর ডিজিটাল বাংলাদেশের এ যুগেও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীরা ডিজিটাল সন্ত্রাসের শিকার হচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নারীদের চরিত্র হননের উদাহারনও কম নয়। রাজনৈতিক সুষ্ঠু চর্চার অভাবে পরিবারতন্ত্র পুরো রাজনীতিকে গ্রাস করেছে। পরীক্ষিত অনেক রাজনৈতিক কর্মী সঠিকভাবে মূল্যায়িত না হয়ে অনেকেই রাজনৈতিক পদগুলি দখল করছেন। ফলে রাজনীতিতে পরীক্ষিত ও ত্যাগীরা মনোনয়ন পাচ্ছেন না। সেখানে শাহেদ, ডাঃ সাবরিনা, জিকে শামীমদের মতো মতবলবাজ ও হাইব্রিডরা দখল নিচ্ছেন।

বক্তারা অভিযোগ করে বলেন এক সময় নারীর প্রতি সহিংষতার বিরুদ্ধে সমাজের বিবেক জাগ্রত হতো। ঘৃনা, প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে উঠতো তৃণমূল পর্যায়ে থেকে। কিন্তু কালের পরিক্রমায় সামাজিক উদ্যোগগুলিকে বানিজ্যিকীকরণ করার কারনে স্থানীয় ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে গড়ে উঠা উদ্যোগেগুলিকে বিভ্রান্ত হচ্ছেন। সেকারনে তৃণমূলে নারীরা নির্যাতিত হলে, ধর্ষনের শিকার হলে বা অন্যকোন সামাজিক অনাচারের শিকার হলে প্রতিবাদ ও প্রতিরোধ আর সেভাবে দেখা যাচ্ছে না। এ অবস্থা থেকে পরিত্রান পেতে হলে তৃণমূলে সামাজিক উদ্যোগগুলিকে রাস্ট্রীয়, জাতীয় ও আর্ন্তজাতিক পৃষ্ঠপোষকতা প্রদান করতে হবে।

সংলাপে বিভিন্ন বক্তাগন বলেন স্থানীয় সরকারে নির্বাচিত নারীরা তাদের ন্যায্য অধিকার পাচ্ছেন না। নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে জনগনের জন্য সেবা দিতে না পারলে পরবর্তীতে জনগনের মুখোমুখি হতে হবে। তাই তৃণমূলে সকল স্তরের মানুষের ঐক্য ও নেটওয়াকিং ছাড়া সরকারী-বেসরকারী উদ্যোগগুলির সফল কার্যকারিতার দাবি জানানো হয়। এছাড়াও চট্টগ্রামে বিভিন্ন সময়ে যৌতুকের নামে নানা উপটৌকন দাবি ও বিয়েতে বরযাত্রী খাওয়ানোর বিশাল আয়োজন বন্ধ, দেনমোহরে স্বর্ণের দাম প্রচলিত দামের সাথে সমন্বয় করা, গণপরিবহনে নারীদের জন্য কমপক্ষে এক চতুর্থাংশ সীট সংরক্ষন, তরুন জনগোষ্ঠিকে প্রজনন স্বাস্থ্য সেবা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ড বাড়ানোর প্রস্তাব করা হয়।




এই পাতার আরো খবর

















Bartaman Kantho © All rights reserved 2020 | Developed By

Privacy Policy

Theme Customized BY WooHostBD