শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৩৮ পূর্বাহ্ন

সিঙ্গাপুরে কাদেরের অবস্থা ক্রমোন্নতির দিকে

বর্তমানকণ্ঠ ডটকম / ০ Views পাঠক
বুধবার, ৬ মার্চ, ২০১৯

নিউজ ডেস্ক | বর্তমানকণ্ঠ ডটকম: হৃদরোগে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা ক্রমোন্নতি দিকে বলে জানিয়েছেন চিকিৎসক।

আগামী দুই একদিনের মধ্যে ওবায়দুল কাদেরের আর্টিফিশিয়াল ডিভাইসগুলো খুলে ফেলা হতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসার হালনাগাদ বিষয় নিয়ে বুধবার (৬ মার্চ) দ্বিতীয় বারের মত ব্রিফ করেন পাঁচ সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ডের প্রধান ডা. ফিলিপ কোহ। এ সময় বোর্ডের অন্য সদস্যরা তার সাথে ছিলেন।

ব্রিফিং এর পর বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী ডা. ফিলিপের বক্তব্যের আলোকে ওবায়দুল কাদের এর চিকিৎসার বর্তমান অবস্থার কথা জানান।

এ সময় ডা. নাসার জানান, আজকে সাড়ে বারটার সময় আমরা সিঙ্গাপুরের মেডিক্যাল টিমের সাথে বসেছিলাম। আমাদের মধ্যে বেশ ভালো আলোচনা হয়েছে। সড়ক পরিবহনমন্ত্রীর সব পরীক্ষার রিপোর্টগুলো দিনদিন ভালোর দিকেই যাচ্ছে। তার কিডনী এখন খুবই স্ট্যাবল আছে। ইনফেকশনের ব্রিডও অনেক কমে গেছে। ব্লাড কাউন্ট যেটা আগে ২৬ হাজারে ছিল সেটা এখন ১২ হাজারে আছে। ইউরিন আউটপুট, হার্টের কন্ডিশন, প্রেসার এবং হার্টবিটও ভাল আছে।

এভাবে উন্নতি হতে থাকলে হয়তো কালকে কিছু এবং আগামী শুক্রবার দিন বাকি আর্টিফিশিয়াল ডিভাইসগুলো খুলে ফেলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ