সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন

সেতাবগঞ্জে মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করলেন, খালিদ মাহমুদ চৌধুরী এমপি

বর্তমানকণ্ঠ ডটকম / ১৮ পাঠক
বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭

রেজানুল হক রেজু,বর্তমানকণ্ঠ ডটকম,বৃহস্পতিবার,২৩ নভেম্বর ২০১৭: “মাদককে না বলুন- ক্রীড়া কে হাঁ বলুন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২৩ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ টায় সেতাবগঞ্জ ঐতিহাসিক বড়মাঠে ৩য় মেয়র কাপ ফুটবল টুনামেন্ট-২০১৭ এর শুভ উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি। উদ্বোধনী অনুষ্ঠানের পুর্বে ফুটবল দর্শকদের জন্য মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বিষয় ভিত্তিক পুরুস্কার প্রাপ্ত বিদ্যালয় উপজেলার মুরারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দিয়ে ডিসপ্লে প্রদর্শন ,আকাশে রং বেরংয়ের বেলুন উড়ানো হয়। ডিসপ্লে­ শেষে টুনামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ নুরুল আনোয়ার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি খালিদ মাহমুদ চৌধুরী , মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষায় সেতাবগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্টের মাধ্যমে ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর যে উদ্দ্যোগ গ্রহন করেছে সে জন্য তিনি সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুস সবুরকে বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়ে এ টুর্ণামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন.উপঁেঁঁজলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু, উপজেলা নির্বাহী অফিসার সারোয়ার মোর্শেদ ,সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর, আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান রমিজা রৌফ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক মোঃ আফছার আলী প্রমুখ। উদ্বোধনী খেলায় এবার সূর্য শিখা ১-০ গোলে মহেশপুর আদিবাসী যুব সংঘ কে পরাজিত করে। খেলায় প্রচুর দর্শক সমাগম ঘটে। উল্লেখ্য যে, বোচাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এ টুর্ণামেন্টে আন্ত উপজেলার ৮টি ফুটবল দল অংশগ্রহন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ