এ কে আজাদ, ব্যুরো প্রধান, বর্তমানকন্ঠ ডটকম, চাঁদপুর : চাঁদপুরে আরো ৬জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে হাইমচরের ৪জন ও মতলব দক্ষিণের ২জন রয়েছেন। হাইমচরে আক্রান্তদের মধ্যে ৩জন’ই পুলিশ। তারা হচ্ছেন- হাইমচর থানার ওসি, সেকেন্ড অফিসার, একজন এএসআই। অন্যজন হলেন কাটাখালী এলাকার মসজিদের মুয়াজ্জিন। এর ফলে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৩জন। আর এ যাবত মৃতের সংখ্যা জেলায় ২৩জনই রয়েছে।
চাঁদপুর সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ জানান, ৯ জুন মঙ্গলবার সকালে ৪৯টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৬টি পজেটিভ, ৪৩টি নেগেটিভ।
সূত্র মতে, চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৮৩জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদর উপজেলায় ১৩৭জন, ফরিদগঞ্জ উপজেলায় ৪৪জন, হাজীগঞ্জ উপজেলায় ২২জন, মতলব দক্ষিণ উপজেলায় ২২জন, শাহরাস্তি উপজেলায় ১৯জন, কচুয়া উপজেলায় ১৬জন, মতলব উত্তর উপজেলায় ১৩জন ও হাইমচর উপজেলায় ১০জন।
এছাড়া জেলায় মোট ২৩জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৮জন, কচুয়ায় ৪জন, ফরিদগঞ্জে ৪জন, হাজীগঞ্জে ৪জন, মতলব উত্তরে ২জন ও শাহরাস্তিতে ১জন।