শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:০৯ পূর্বাহ্ন

১৮ বছর পর পূর্ণমন্ত্রী পেলো খুলনা

বর্তমানকণ্ঠ ডটকম / ০ Views পাঠক
মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০১৮

নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,মঙ্গলবার,০২ জানুয়ারী, ২০১৮ : দীর্ঘ ১৮ বছর পর একজন পূর্ণাঙ্গ মন্ত্রী পেলো খুলনাঞ্চল। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপালনকারী প্রতিমন্ত্রী শিক্ষাবিদ নারায়ন চন্দ্র চন্দ মঙ্গলবার মন্ত্রী হিসেবে শপথ নিলেন। এর আগে খুলনায় পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেছেন অ্যাডভোকেট এস এম আমজাদ হোসেন। তিনি প্রাদেশিক সরকারের শিক্ষা মন্ত্রী ছিলেন। অ্যাডভোকেট এ এইচ এম দেলদার আহমেদ ছিলেন সাবেক কেন্দ্রীয় সরকারের খাদ্য মন্ত্রী।

অ্যাডভোকেট সালাহ উদ্দিন ইউসুফ ১৯৯৬ সালে আওয়ামী লীগের আমলে স্বাস্থ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০০ সালের সেপ্টেম্বরে দপ্তরবিহীন মন্ত্রী থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। এরপর আর কেউ খুলনায় পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করার সুযোগ পাননি। এরশাদ সরকার আমলে লে. ক. এইচ এম এ গাফফার ( বীর উত্তম) বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেন। এইচ এম এ গাফ্ফার উপ-মন্ত্রী হিসেবেও এরশাদ সরকার আমলে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগের খুলনা মহানগর শাখার সভাপতি তালুকদার আব্দুল খালেক ১৯৯৬ সালে গঠিত আওয়ামী লীগ সরকার আমলে ত্রাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেন। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে বেগম মন্নুজান সুফিয়ান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেন। এছাড়া সাবেক সচিব ড. মশিউর রহমান মন্ত্রী পদমর্যাদায় প্রধান মন্ত্রীর অর্থ উপদেষ্টা হিসেবে দায়িত্বপালন করছেন।

মন্ত্রী শিক্ষাবিদ নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেন,‘জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী আমাকে অত্যন্ত পছন্দ করেন। তাছাড়া আমার নির্বাচনী এলাকার জনগণসহ দক্ষিণাঞ্চলের সর্বস্তরের মানুষের ভালোবাসায় আজকের এই অর্জন। জীবনের শেষ দিনটি পর্যন্ত মানুষের জন্যই কাজ করতে চাই। আমৃত্যু কাজ করতে চাই বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায়। তিনি দক্ষিণাঞ্চলের চিংড়ি শিল্পসহ মৎস্য সেক্টরের উন্নয়নে কাজ করারও অঙ্গিকার ব্যক্ত করেন। চাই সবার সহযোগিতা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ