শাহজাহান হেলাল, বর্তমানকন্ঠ ডটকম, ফরিদপুর : ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপজেলার রায়পুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামে এক ইজিবাইক চালক ও তার স্ত্রীকে করোনা ভাইরাস সন্দেহে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় ফরিদপুর মেডিকেল কলেজে হাসপতালে পাঠিয়েছেন।
এ কারণে ওই বাড়িসহ আসেপাশের ৪টি বাড়ি লকডিউনের আওতায় রাখা হয়েছে।১ এপ্রিল বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোস্তফা মনোয়ার জানান, খবর পেয়ে রাতেই ওই স্বামী স্ত্রীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া এ বাড়িসহ ৪টি বাড়িকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.রেজাউল ইসলাম জানান, খবর পেয়ে উপজেলা প্রশাসনের মাধ্যমে স্বামী ও স্ত্রীর জ্বর শ্বাস কষ্ট থাকায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এ্যম্বুলেন্সে রাতেই ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। তারা দুজনেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
মধুখালী সদর হাসপাতালে ২০ বেডের একটি ওয়ার্ড তৈরী রাখা হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত রোগিদের জন্য ।