শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম:
কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, শিশুসহ নিহত ৪ প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধান উপদেষ্টার নির্দেশ মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নিয়েছে সরকার দগ্ধ অবস্থায় আরও চার শিক্ষার্থীর মৃত্যু, নিহত বেড়ে ২৭ ‘বিমান দুর্ঘটনায় নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু’ পরিচয় শনাক্ত না হলে ডিএনএ পরীক্ষার পর মৃতদেহ হস্তান্তর: প্রেস উইং বিমান বিধ্বস্ত : মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা ক্ষয়ক্ষতি এড়াতে সর্বাত্মক চেষ্টা করেন বৈমানিক তৌকির: আইএসপিআর উত্তরায় বিমান বিধ্বস্তে নি*হ*ত বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১

তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ নারী দল

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ৬৮ পাঠক
প্রকাশকাল শনিবার, ৫ জুলাই, ২০২৫

নারী এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও দারুণ পারফরম্যান্সে জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। শনিবার ইয়াঙ্গুনের ইয়ু থিন জি স্টেডিয়ামে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়েছে পিটার বাটলারের শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই দাপুটে ছিল লাল-সবুজের মেয়েরা। মাত্র ৩ মিনিটেই স্কোরশিটে নাম লেখান স্বপ্না রানী। এরপর একের পর এক গোল আসতে থাকে বাংলাদেশের পক্ষ থেকে। শামসুন্নাহার জুনিয়র করেন জোড়া গোল (৬ ও ১৩ মিনিট), মনিকা (১৬), ঋতুপর্ণা (১৭, ৪৩) ও তহুরা খাতুন (২০) একটি করে গোল করেন। প্রথমার্ধেই বাংলাদেশ ৭ গোল তুলে নেয়, আর দ্বিতীয়ার্ধে সেই ব্যবধানই ছিল শেষ পর্যন্ত।

এই নিয়ে বাছাইপর্বে টানা তিনটি ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করল বাংলাদেশ।

প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দেয় পিটার বাটলারের দল। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে গ্রুপের সেরা দল হিসেবে নিজেদের অবস্থান পাকাপোক্ত করে তারা।

গ্রুপপর্বে আগেই মূলপর্ব নিশ্চিত হলেও তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচটিকে মোটেও হালকাভাবে নেয়নি বাংলাদেশ। আত্মবিশ্বাস ধরে রাখতে এবং আগ্রাসী মনোভাব বজায় রাখতে আজও পূর্ণশক্তির একাদশ নিয়ে মাঠে নামে দলটি। ম্যাচজুড়েই নিয়ন্ত্রণে রেখে আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখে লাল-সবুজের মেয়েরা।

এই জয়ে বাছাইপর্বের তিন ম্যাচে বাংলাদেশ গোল করেছে মোট ১৬টি, হজম করেছে মাত্র ১টি। ম্যাচ শেষে দলের খেলোয়াড়দের পারফরম্যান্সে খুশি কোচ বাটলার জানিয়েছেন, ‘এটা আমাদের ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাস জোগাবে। মেয়েরা অসাধারণ খেলেছে।’

এশিয়ান কাপের মূল পর্বে এখন আরো বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর