শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন

ভারতে মেসির ৪ দিন, কী থাকছে সূচিতে?

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ১৮ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

২০১১ সালে প্রথম ভারতের মাটিতে পা রেখেছিলেন লিওনেল মেসি৷ সেই সফরে বাংলাদেশেও এসেছিলেন আর্জেন্টাইন এই কিংবদন্তি। তবে এবার আর বাংলাদেশে আসা হচ্ছে না তার৷ এই সফরে চার দিনে ভারতের চার শহর ঘুরবেন বিশ্বকাপজয়ী এই সুপারস্টার।
মেসির আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যেই উৎসবের আমেজ বিরাজ করছে সমগ্র ভারতে। ২০১১ সালের পর এটি হবে মেসির দ্বিতীয় ভারত সফর। ‘গোট ইন্ডিয়া ট্যুর- ২০২৫’-এর আয়োজক শতদ্রু দত্ত জানিয়েছেন, মেসি আজ (১২ ডিসেম্বর) ভারতের মাটিতে পা রাখবেন। যদিও তার আনুষ্ঠানিক সফর শুরু হবে ১৩ ডিসেম্বর থেকে। চলুন দেখে নেওয়া যাক কী কী থাকছে মেসির এবারের ভারত সফরে-

কলকাতা পর্ব-
১৩ ডিসেম্বর ভোর ১টা ৩০ মিনিটে কলকাতায় পৌঁছাবেন মেসি। সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত একটি মিট-অ্যান্ড-গ্রীটে অংশ নেবেন সাবেক এই বার্সা তারকা। সেখান থেকেই নিরাপত্তাজনিত কারণে ভার্চুয়ালি উদ্বোধন করবেন তার ৭০ ফুট উচ্চতার ভাস্কর্য। এটি কোনো ফুটবলারের জন্য নির্মিত এখনো পর্যন্ত সর্বোচ্চ উচ্চতার ভাস্কর্য। এরপর কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে প্রায় ৭০ হাজার দর্শকের সামনে উপস্থিত হবেন মেসি। এরপর দুপুর ২টায় তিনি হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা দেবেন।

হায়দরাবাদ পর্ব-
সবকিছু ঠিক থাকলে একই দিনে (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আয়োজন করা হবে ‘হায়দরাবাদ GOAT কাপ’ এবং একটি সঙ্গীতানুষ্ঠান। এখানে তরুণ খেলোয়াড়দের নানা দিকনির্দেশনা দেবেন মেসি।

মুম্বাই পর্ব-
১৪ ডিসেম্বর মুম্বাইয়ে মেসিকে কেন্দ্র করে আয়োজিত হবে একটি ফ্যাশন শো। এখানে মেসির সঙ্গে রানওয়েতে হাঁটবেন তার বর্তমান ক্লাব ইন্টার মায়ামির দুই সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো দি পল। এই অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

দিল্লি পর্ব-
সফরের শেষ দিনে ১৫ ডিসেম্বর দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ করবেন মেসি। এরপর তিনি মিনার্ভা অ্যাকাডেমির যুব দলকে সংবর্ধনা দেবেন, যারা চলতি বছর তিনটি বড় ইউরোপিয়ান টুর্নামেন্ট জিতেছে। দিনশেষে নয় সদস্যের একটি বিশেষ সেলিব্রেটি ম্যাচও অনুষ্ঠিত হবে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর