সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রোহিঙ্গা সংকট সমাধানে ৭ প্রস্তাব দিলেন প্রধান উপদেষ্টা নির্বাচনে অংশগ্রহণ ও সফলতার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার: নাহিদ রোহিঙ্গা সমস্যার উৎপত্তি ও সমাধান মিয়ানমারে: প্রধান উপদেষ্টা দেশ সংস্কার কোনো নির্দিষ্ট দায়িত্ব নয়, এটা প্রকৃতির মতোই চলবে : ড. আব্দুল মঈন খান ডা. নারায়ণ হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড বারনামাকে ড. ইউনূস জনগণ কী চায়, সেটাই বাস্তবায়নের চেষ্টা করি নির্বাচনে অংশ নেব না, সংস্কারই অগ্রাধিকার: ড. ইউনূস অতিরিক্ত আইজি হলেন পুলিশের ৭ কর্মকর্তা নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপেদষ্টা

আসনের ভোট বাতিলের ক্ষমতা চায় ইসি কোনো নির্বাচনেই ইভিএম ব্যবহার হবে না

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ৫৮ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

নির্বাচনে অনিয়ম হলে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা নিজেদের হাতে ফেরত চায় নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের অষ্টম বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবসহ গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনী তোলা হয়। যদিও বিষয়টি নিয়ে সভায় খুব একটা আলোচনা হয়নি। আগামী সভায় বিষয়টি আলোচনা হওয়ার কথা জানিয়েছে ইসি। বর্তমানে অনিয়মের ঘটনায় সংশ্লিষ্ট কেন্দ্র বন্ধ ও ভোট বাতিল করতে পারে ইসি।

তবে এ সভায় প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আইটিভিত্তিক পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন তারা। এজন্য ৪৮ কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনেও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। ইসির হাতে থাকা দেড় লাখের বেশি ইভিএমের ভবিষ্যৎ নির্ধারণে একটি কারিগরি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া বৈঠকে বিদ্যমান আইনেই ভোটার তালিকা আগামী সপ্তাহে প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। যদিও ভোটার তালিকা আইন এখনো সংশোধন হয়নি। বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, হলফনামায় তথ্য প্রদানে কড়াকড়ি করা হচ্ছে। প্রার্থীর ফৌজদারি মামলার বিবরণ শুধু ২০ বছর নয়, আজীবনের তথ্য হলফনামায় যুক্ত করতে হবে। এজেন্ডায় না থাকলেও সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সীমানা পুনর্নির্ধারণের খসড়া তালিকা কারিগরি কমিটি যাচাই-বাছাই করার পর তা শিগগিরই প্রকাশ করা হবে। এক প্রশ্নের জবাবে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, শাপলা প্রতীক চেয়ে দুটি দল- নাগরিক ঐক্য গত ১৭ জুন ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপি গত ২২ জুন আবেদন করেছে। ইসি সবদিক বিবেচনা করে শাপলা প্রতীক তালিকাভুক্ত করেনি।

বৈঠকে নির্বাচন কমিশন সচিবালয় কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পুনঃঅর্পণ নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, এটা রিভাইজ করা হয়েছে। কিছু জিনিস ফাইন টিউন করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা থেকে শুরু করে ওপরের কর্মকর্তাদের পদায়ন ও বদলি অনুমোদন করবে নির্বাচন কমিশন। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন সচিবালয়ের ডিপার্টমেন্টাল হেড, তার বদলিও কমিশন করবে। পাশাপাশি টেকনিক্যাল যে বা যারা আছেন তাদের ব্যাপারে আমরা একটা নীতিমালা করতে যাচ্ছি। ইসির কর্মকর্তারা জানান, বর্তমানে কর্মকর্তাদের পদায়ন ও বদলির ক্ষমতা প্রধান নির্বাচন কমিশনার ও ইসি সচিবের। তাদের ওই ক্ষমতায় লাগাম টানা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন ভবনে কমিশনের এ সভা অনুষ্ঠিত হয়। সভায় চার কমিশনার, ইসির সিনিয়র সচিব, অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্টরা অংশ নেন। বেলা ১১টায় শুরু হয়ে বিকাল ৫টার পর সভা শেষ হয়। সূত্র জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), নির্বাচন কর্মকর্তা বিশেষ আইন, হলফনামা, ইসি সচিবালয় আইন, পোস্টাল ব্যালট, ইভিএম, দল নিবন্ধন অগ্রগতি, ভোটার তালিকা হালনাগাদ, সীমানা নির্ধারণসহ সার্বিক বিষয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ আমলে নিয়ে তা বাস্তবায়নের পথে এগোচ্ছে ইসি।

প্রবাসীরা ভোট দেবেন পোস্টাল ব্যালটে : প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে জানিয়ে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে প্রবাসী বাংলাদেশিরা এবার ভোট দেবে। ভোট পদ্ধতি পোস্টাল ব্যালট। সীমাবদ্ধতা কাটাতে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট। নিজ নিজ অবস্থান থেকে অনলাইন আবেদন করবে। সময় বাঁচাতে এবার ব্যালট পেপার বিশেষ ব্যবস্থায় ব্যালট প্রিন্ট হওয়ার পর ভোটারের কাছে পাঠানো হবে। এজন্য একটি প্রকল্প নেওয়া হবে। এর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪৮ কোটি টাকা।

হলফনামায় তথ্য সংযুক্তি : এ নির্বাচন কমিশনার জানান, প্রার্থীর মনোনয়নপত্র জমার সময় হলফনামায় কিছু নতুন সংযুক্তির বিষয়ে আলোচনা হয়েছে। এক্ষেত্রে ফৌজদারি মামলার বিবরণ শুধু ২০ বছর নয়, বরং আজীবনের তথ্য হলফনামায় যুক্ত করতে হবে।

সম্পূরক ভোটার তালিকা প্রকাশ আগামী সপ্তাহে : এবার ২০ জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ ভোটার তালিকার তথ্য সংগ্রহ করে ইসি। এ হালনাগাদে বাদ পড়া প্রায় ৪৪ লাখ ভোটার নিবন্ধিত হয়েছে। সংসদ নির্বাচনকে সামনে রেখে শিগগির সম্পূরক ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে বলে জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। এরপর দাবি, আপত্তি নিষ্পত্তি শেষে আগস্টের মধ্যে হালনাগাদ চূড়ান্ত প্রকাশ করা হবে। তিনি বলেন, এবার প্রায় ৪৪ লাখ ৬ হাজার ৬০২ জন বাদ পড়া ভোটার আমরা পেয়েছি, যারা নতুন করে নিবন্ধন করেছে। মৃত ভোটার পেয়েছি ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন। সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। আশা করি, সম্পূরক খসড়া তালিকা আগামী সপ্তাহে প্রকাশ হবে। বর্তমানে নারী ও পুরুষ ভোটারের ব্যবধান কমে এসেছে। এটা প্রায় ১৮ লাখ।

নতুন দল নিবন্ধন : নতুন দলগুলোর নিবন্ধন আবেদন যাচাইয়ের প্রতিবেদন বৈঠকে জানানো হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যেসব দলের প্রাথমিক কাগজপত্র সঠিক রয়েছে, সেগুলোর মাঠ পর্যায়ের অফিস যাচাই করা হবে। আর যেসব দলের প্রাথমিক কাগজপত্র সঠিক নেই, সেগুলোকে সম্পূরক কাগজপত্র জমা দিতে ১৫ দিন সময় দেওয়া হবে।

তরুণদের জন্য আলাদা ভোটকেন্দ্র করার বিষয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনায় ইসি বিব্রত কিনা- এমন প্রশ্নের জবাবে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আমরা বিব্রত নই। ইয়াং জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করার জন্য এ ধরনের কোনো প্রস্তাব যদি থাকে আমরা অবশ্যই বিবেচনা করে দেখব।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর