শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম:
কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, শিশুসহ নিহত ৪ প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধান উপদেষ্টার নির্দেশ মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নিয়েছে সরকার দগ্ধ অবস্থায় আরও চার শিক্ষার্থীর মৃত্যু, নিহত বেড়ে ২৭ ‘বিমান দুর্ঘটনায় নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু’ পরিচয় শনাক্ত না হলে ডিএনএ পরীক্ষার পর মৃতদেহ হস্তান্তর: প্রেস উইং বিমান বিধ্বস্ত : মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা ক্ষয়ক্ষতি এড়াতে সর্বাত্মক চেষ্টা করেন বৈমানিক তৌকির: আইএসপিআর উত্তরায় বিমান বিধ্বস্তে নি*হ*ত বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১

জনগণ সচেতন হলে মব-চাঁদাবাজি হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক | বর্তমানকণ্ঠ ডটকম: / ৬৮ পাঠক
প্রকাশকাল সোমবার, ১৪ জুলাই, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “জনগণ সচেতন হলে মব ভায়োলেন্স বা চাঁদাবাজি হবে না। এসব অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না।”

সোমবার (১৪ জুলাই) কক্সবাজারের বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ‘রোহিঙ্গা অনুপ্রবেশ, ক্যাম্প ব্যবস্থাপনা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ’ বিষয়ক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণকে আরও বেশি সচেতন হয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।”

আলোচনা সভায় মাদক ইস্যুতে জোরালো বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “শুধু বাহকদের ধরলেই হবে না, মাদকের সঙ্গে জড়িত গডফাদারদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। মাদক ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করছে এবং পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনছে।”

তিনি আরও বলেন, “মাদক নির্মূলে সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতা বদলাতে হবে। আন্তরিকতা ও দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক এবং প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ উপস্থিত ছিলেন।

সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন এবং সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর