সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রোহিঙ্গা সংকট সমাধানে ৭ প্রস্তাব দিলেন প্রধান উপদেষ্টা নির্বাচনে অংশগ্রহণ ও সফলতার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার: নাহিদ রোহিঙ্গা সমস্যার উৎপত্তি ও সমাধান মিয়ানমারে: প্রধান উপদেষ্টা দেশ সংস্কার কোনো নির্দিষ্ট দায়িত্ব নয়, এটা প্রকৃতির মতোই চলবে : ড. আব্দুল মঈন খান ডা. নারায়ণ হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড বারনামাকে ড. ইউনূস জনগণ কী চায়, সেটাই বাস্তবায়নের চেষ্টা করি নির্বাচনে অংশ নেব না, সংস্কারই অগ্রাধিকার: ড. ইউনূস অতিরিক্ত আইজি হলেন পুলিশের ৭ কর্মকর্তা নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপেদষ্টা

দুদকও সমাজের অংশ, এখানেও দুর্নীতি আছে

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ৭৩ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

দুর্নীতি দমন কমিশন (দুদক) সমাজ থেকে বিচ্ছিন্ন কোনো প্রতিষ্ঠান নয়, বরং সমাজেরই অংশ-এখানেও দুর্নীতি আছে বলে মন্তব্য করেছেন দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে বরিশালের সিএন্ডবি রোডে দুদকের বিভাগীয় ও জেলা কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, দুদক সমাজের বাইরের কোনো প্রতিষ্ঠান নয়। এখানেও দুর্নীতি আছে। দায়িত্ব নেয়ার পর থেকেই আমরা কমিশনের অভ্যন্তরীণ দুর্নীতি কমানোর চেষ্টা করছি।

সরকারের দুর্বলতার মূল কারণ হিসেবে দুর্নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি নিয়ন্ত্রণে রাখতে পারলে জনগণ ভালো থাকবে, সরকারও স্বস্তিতে থাকবে। সরকারের পতনের পেছনে দুর্নীতি একটি বড় কারণ।

দুদকের মামলায় অভিযুক্তদের খালাস পাওয়া প্রসঙ্গে ড. মোমেন বলেন, দুদকের মামলার আসামিদের আমরা ছাড় দিই না। যারা খালাস পাচ্ছে, তাদের বিরুদ্ধেও আপিল করা হচ্ছে। এ বিষয়ে আদালত, সাংবাদিক ও সমাজের সব স্তরের মানুষকে সচেতন হতে হবে। সকলে একযোগে কাজ করলে দুর্নীতি দমন সম্ভব।

এরপর তিনি বরিশাল সার্কিট হাউসে ‘দুর্নীতি ও হয়রানিমুক্ত নাগরিক সেবা এবং সেবার মান উন্নয়নে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় যোগ দেন। সভায় বরিশালের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে বরিশালে ছয়তলা বিশিষ্ট একটি আধুনিক দুদক ভবন নির্মাণ করা হচ্ছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর