নতুন পে-কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার: অর্থ উপদেষ্টা
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-কমিশনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
রবিবার (৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এবং অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এ কথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, ‘মূল্যস্ফীতি কিছুটা কমেছে। চালের দাম মোটামুটি সহনীয়। তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি, যাতায়াত ও বাড়িভাড়া বেড়েছে।’
তিনি বলেন, ‘ইউরিয়া ও টিএসপি সার এবং সেদ্ধ চাল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। সামগ্রিকভাবে খাদ্যের দাম মানুষের নাগালের মধ্যে আনার চেষ্টা করছে সরকার।’
আগামী ৩০ নভেম্বর থেকে সরকার আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু করবে জানিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘এবার সরকারের সংগ্রহের লক্ষ্যমাত্রা ৫০ হাজার মেট্রিক টন ধান ও আতপ চাল এবং ৬ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল। প্রতি কেজি ধান ৩৪ টাকা, আতপ চাল ৪৯ টাকা ও সিদ্ধ চাল ৫০ টাকা কেজি দরে সংগ্রহ করা হবে।’







