বিমান বাহিনী প্রধানের কক্সবাজার ঘাঁটি পরিদর্শন ও উন্নয়নমূলক কাজের উদ্বোধন

গত ২৫-২৬ জুন বাংলাদেশ বিমান বাহিনীর কক্সবাজার ঘাঁটির বার্ষিক পরিদর্শন অনুষ্ঠিত হয়। বার্ষিক এ পরিদর্শনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর সম্মানিত প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।
তিনি কুচকাওয়াজ পরিদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন এবং পরবর্তী সময়ে ঘাঁটির বিভিন্ন স্থাপনা, কার্যক্রম ও আধুনিক সরঞ্জামাদি ঘুরে দেখেন। এ সময় বিমান বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতা পর্যালোচনা করেন তিনি।
পরিদর্শনকালে বিমান বাহিনী প্রধান ঘাঁটির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধনও করেন। এই উন্নয়নমূলক পদক্ষেপসমূহ ঘাঁটির সামগ্রিক কার্যক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বিমান বাহিনী প্রধান তাঁর বক্তৃতায় বলেন, “আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের সমন্বয়ে বাংলাদেশ বিমান বাহিনীকে আরও কার্যকর ও আত্মনির্ভরশীল বাহিনী হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”