সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রোহিঙ্গা সংকট সমাধানে ৭ প্রস্তাব দিলেন প্রধান উপদেষ্টা নির্বাচনে অংশগ্রহণ ও সফলতার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার: নাহিদ রোহিঙ্গা সমস্যার উৎপত্তি ও সমাধান মিয়ানমারে: প্রধান উপদেষ্টা দেশ সংস্কার কোনো নির্দিষ্ট দায়িত্ব নয়, এটা প্রকৃতির মতোই চলবে : ড. আব্দুল মঈন খান ডা. নারায়ণ হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড বারনামাকে ড. ইউনূস জনগণ কী চায়, সেটাই বাস্তবায়নের চেষ্টা করি নির্বাচনে অংশ নেব না, সংস্কারই অগ্রাধিকার: ড. ইউনূস অতিরিক্ত আইজি হলেন পুলিশের ৭ কর্মকর্তা নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপেদষ্টা

বিমান বাহিনী প্রধানের কক্সবাজার ঘাঁটি পরিদর্শন ও উন্নয়নমূলক কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক | বর্তমানকণ্ঠ ডটকম: / ১০৭ পাঠক
প্রকাশকাল সোমবার, ৩০ জুন, ২০২৫

গত ২৫-২৬ জুন বাংলাদেশ বিমান বাহিনীর কক্সবাজার ঘাঁটির বার্ষিক পরিদর্শন অনুষ্ঠিত হয়। বার্ষিক এ পরিদর্শনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর সম্মানিত প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।

তিনি কুচকাওয়াজ পরিদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন এবং পরবর্তী সময়ে ঘাঁটির বিভিন্ন স্থাপনা, কার্যক্রম ও আধুনিক সরঞ্জামাদি ঘুরে দেখেন। এ সময় বিমান বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতা পর্যালোচনা করেন তিনি।

পরিদর্শনকালে বিমান বাহিনী প্রধান ঘাঁটির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধনও করেন। এই উন্নয়নমূলক পদক্ষেপসমূহ ঘাঁটির সামগ্রিক কার্যক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিমান বাহিনী প্রধান তাঁর বক্তৃতায় বলেন, “আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের সমন্বয়ে বাংলাদেশ বিমান বাহিনীকে আরও কার্যকর ও আত্মনির্ভরশীল বাহিনী হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর