শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপিকে ধ্বংস করতে গিয়ে আ. লীগই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে : ড. আব্দুল মঈন খান নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপিতে ক্ষুব্ধ ভোটাররা চান দুর্নীতিমুক্ত প্রার্থী গাজার পথে মুক্তি পাওয়া ১৯৬৬ ফিলিস্তিনি তরুণ কৃষি-উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার যুক্তরাজ্যের মূল্যায়নে বাংলাদেশের দুই বিমানবন্দর শীর্ষে ‘মানবতাবিরোধী অপরাধ’: ১৫ সেনা কর্মকর্তা ‘হেফাজতে’ ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার বর্ণনা দিলেন শহিদুল আলম এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার টাকার মধ্যে হওয়া উচিত: জ্বালানি উপদেষ্টা জাতীয় পার্টির সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ

মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নিয়েছে সরকার

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ১৫৫ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ৬ দফা দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে কলেজের ৫ নম্বর ভবনের সামনে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে— নিহতদের নাম-ঠিকানা প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল এবং প্রশিক্ষণ পদ্ধতির সংস্কার।

তবে দাবি মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উপস্থিত শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ এবং ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর দিকে জুতা ও প্লাস্টিক বোতল নিক্ষেপ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ ভবনের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, কলেজ ভবনের ভেতরে দুই উপদেষ্টা আটকে ছিলেন।

এর আগে, সকাল ১০টার পর থেকেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনের গোলচত্বরে শত শত শিক্ষার্থী জড়ো হতে শুরু করেন। তারা উত্তরার ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু প্রাণহানির ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ছয় দফা দাবি তুলে ধরেন। শিক্ষার্থীরা ঘোষণা দেন, সাড়ে ১২টার মধ্যে সরকারের কোনো প্রতিনিধি কথা না বললে তারা উত্তরা বিএনএস সেন্টারের সামনের রাস্তা অবরোধ করবেন।

এরই মধ্যে আইন উপদেষ্টার ঘোষণার পরও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যান এবং পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর