সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রোহিঙ্গা সংকট সমাধানে ৭ প্রস্তাব দিলেন প্রধান উপদেষ্টা নির্বাচনে অংশগ্রহণ ও সফলতার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার: নাহিদ রোহিঙ্গা সমস্যার উৎপত্তি ও সমাধান মিয়ানমারে: প্রধান উপদেষ্টা দেশ সংস্কার কোনো নির্দিষ্ট দায়িত্ব নয়, এটা প্রকৃতির মতোই চলবে : ড. আব্দুল মঈন খান ডা. নারায়ণ হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড বারনামাকে ড. ইউনূস জনগণ কী চায়, সেটাই বাস্তবায়নের চেষ্টা করি নির্বাচনে অংশ নেব না, সংস্কারই অগ্রাধিকার: ড. ইউনূস অতিরিক্ত আইজি হলেন পুলিশের ৭ কর্মকর্তা নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপেদষ্টা

মুসলিম বিশ্বকে মহাযুদ্ধের প্রস্তুতি নিতে হেফাজতে ইসলামের আহ্বান

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ১৬৮ পাঠক
প্রকাশকাল রবিবার, ২২ জুন, ২০২৫

চলমান ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এক যৌথ বিবৃতিতে বলেন, ইসরাইল আজ শুধু একটি রাষ্ট্র নয়, বরং মানবতা ধ্বংসকারী এক দানব রূপে আবির্ভূত হয়েছে। এই অবৈধ রাষ্ট্রের আগ্রাসন এবং গণহত্যা বৈশ্বিক শান্তির জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

শনিবার (২১ জুন) হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী গণমাধ্যমে একটি বিবৃতি পাঠান। এতে হেফাজতের নেতারা বলেন, মুসলিম বিশ্বকে এখন আর নীরব থাকলে চলবে না। ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে আসন্ন মহাযুদ্ধের প্রস্তুতি নিতে হবে। এ যুদ্ধ কেবল অস্ত্রের নয়– এটি হবে জ্ঞান, কৌশল এবং ঐক্যের লড়াই। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিতে মুসলিম বিশ্বের উৎকর্ষ অর্জন এখন সময়ের দাবি।

হেফাজতের নেতারা অভিযোগ করেন, মার্কিন যুক্তরাষ্ট্র বহু বছর ধরে ইসরাইলের সব যুদ্ধাপরাধ ও আগ্রাসনে প্রত্যক্ষ সমর্থন দিয়ে আসছে। তারা বলেন, বিলিয়ন ডলারের সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য দিয়ে ইসরায়েলকে শক্তিশালী করা হয়েছে। এর সঙ্গে যুক্ত রয়েছে জার্মানি ও ইউরোপের কিছু প্রভাবশালী দেশও।

তারা আরও বলেন, যখন ফিলিস্তিনে গণহত্যা হয়, তখন মানবতার ধ্বজাধারী আমেরিকা-ইউরোপ চুপ থাকে। কিন্তু ইসরায়েল প্রতিরোধের মুখে পড়লেই তারা হইচই শুরু করে। এতে প্রমাণ হয়, এরা কখনো বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি বরং যুদ্ধের জন্ম দিয়েছে বারবার।

হেফাজতের মতে, ইরানকে যুদ্ধে বাধ্য করা হয়েছে, যাতে মুসলিম বিশ্বের শক্তিশালী দেশগুলোকে দুর্বল করে রাখা যায়। তারা বলেন, ইসলাম ও মুসলিম জাতির বিরুদ্ধে আধুনিক রূপে আবারও একটি ক্রুসেড চালানো হচ্ছে। কিন্তু ইনশাআল্লাহ ইসরায়েলের পতনের সঙ্গে সঙ্গে আমেরিকা ও ইউরোপীয় সাম্রাজ্যবাদের পতনও অনিবার্য।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর