শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম:
এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার টাকার মধ্যে হওয়া উচিত: জ্বালানি উপদেষ্টা জাতীয় পার্টির সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ ‘শিশুদের নোবেল’ পুরস্কারের মনোনয়ন পেলেন কিশোরগঞ্জের মাদ্রাসাছাত্র মাহবুব শান্তিতে নোবেল জিতে ট্রাম্পকে ফোন মাচাদোর, দেখালেন ‘ভক্তি’ ফেব্রুয়ারিতে নির্বাচন, সব সংশয় কেটে গেছে: প্রেস সচিব চীনা পণ্যে ১০০ শতাংশ শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের অবশেষে দেশে ফিরলেন আলোকচিত্রী শহিদুল আলম সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন: দুর্গাপূজার শুভেচ্ছায় তারেক রহমান শ্রীলঙ্কায় ক্যাবল কার দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ৮ ছাড়িয়েছে রাজধানীতে ৮৯টি পূজামণ্ডপ বেশি ঝুঁকিপূর্ণ, বাড়তি নিরাপত্তা দেবে পুলিশ : ডিএমপি

‘জুলাই অভ্যুত্থান কর্মসূচি’ উদযাপনে ড্রোন প্রদর্শনীর অনুমোদন

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ১৪২ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান স্মরণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দুটি পৃথক প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয়।

কর্মসূচির অংশ হিসেবে, কমিটি পণ্য ও পরিষেবা বিভাগে ড্রোন ভাড়া এবং স্থানীয় ও চীনা সংস্থাগুলোর মাধ্যমে ড্রোন প্রদর্শনী পরিচালনার জন্য সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) অধীনে একটি প্রস্তাব অনুমোদন করেছে।

ঐতিহাসিক জুলাইয়ের ঘটনা স্মরণে পাঁচটি স্থানে এই ড্রোন প্রদর্শনীর আয়োজন করা হবে।

জরুরি ভিত্তিতে ‘জুলাই অভ্যুত্থান কর্মসূচি’র বিভিন্ন উপাদান ক্রয়ের জন্য সরাসরি ক্রয় পদ্ধতির(ডিপিএম) অধীনে আরেকটি প্রস্তাবও নীতিগতভাবে অনুমোদিত হয়েছে।

এর মধ্যে রয়েছে ৬৩টি জেলা এবং ঢাকায় জুলাই অভ্যুত্থানে অনুপ্রাণিত করার জন্য এলইডি ডিসপ্লের মাধ্যমে তথ্যচিত্র প্রদর্শনী, জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সমাবেশ, স্মারক অনুষ্ঠান এবং পোস্টার, ইভেন্ট ডিজাইন এবং আমন্ত্রণপত্র ছাপানো।

নরসিংদী সদর উপজেলার হাজীপুর মৌজায় লতিফ বাওয়ানি জুট মিলস লিমিটেডের মালিকানাধীন প্রায় ৩ দশমিক ৪৫ একর জমি বিক্রির প্রস্তাবেও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে।

১৯৫৩ সালে প্রতিষ্ঠিত লতিফ বাওয়ানি জুট মিলস ১৯৭২ সাল থেকে বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) অধীনে পরিচালিত হচ্ছে। বর্তমানে মিলটির মোট ৮৩ দশমিক ৪৫ একর জমি রয়েছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর