শিরোনাম:
তিশা-মৌসুমী-বাপ্পারাজসহ ২৫ জনের ব্যাংক হিসাব জব্দ

সময়মতো কর পরিশোধ না করায় মৌসুমী বাপ্পারাজ নুসরাত ফারিয়া, সাবিলা নূর, নুসরাত ইমরোজ তিশা, শবনম পারভীন, আহমেদ শরীফসহ ২৫ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
গত ১৫ জুন ব্যাংক হিসাব জব্দের তথ্যটি নিশ্চিত করে প্রজ্ঞাপন প্রকাশ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
খোঁজ নিয়ে জানা যায়, সময়মতো কর পরিশোধ না করায় এই তারকাদের ব্যাংক হিসাব জব্দ করেছে কর অঞ্চল-১২। এখন কর পরিশোধ হলেই ব্যাংক হিসাবের সব ঝামেলা মিটে যাবে।
বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন অভিনেত্রী মৌসুমী। বাকিরা দেশে থাকলেও এই বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া ও সাবিলা নূরের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও সাড়া মেলেনি।
এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর