বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম:
প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধান উপদেষ্টার নির্দেশ মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নিয়েছে সরকার দগ্ধ অবস্থায় আরও চার শিক্ষার্থীর মৃত্যু, নিহত বেড়ে ২৭ ‘বিমান দুর্ঘটনায় নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু’ পরিচয় শনাক্ত না হলে ডিএনএ পরীক্ষার পর মৃতদেহ হস্তান্তর: প্রেস উইং বিমান বিধ্বস্ত : মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা ক্ষয়ক্ষতি এড়াতে সর্বাত্মক চেষ্টা করেন বৈমানিক তৌকির: আইএসপিআর উত্তরায় বিমান বিধ্বস্তে নি*হ*ত বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১ ঢাবিতে ছাত্রদল ও শিবিরের পাশাপাশি মিছিল-স্লোগান

ফ্যাসিস্ট সরকারের কোনো দোসর বিএনপির সদস্য হতে পারবে না: শরিফুল আলম

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ৪৯ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম বলেছেন, পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকারের কোনো দোসর বিএনপির সদস্য হতে পারবে না। গত ১৬ বছর যারা ফ্যাসিস্টের সাথে থেকে বিএনপির নেতা-কর্মীদের অত্যাচার, নির্যাতন, জেল, গুম, খুন করেছে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা বিএনপির সদস্য হতে পারবে না।

মঙ্গলবার (৮ জুলাই) বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মেলান্দহ উপজেলা, পৌর ও হাজরাবাড়ী বিএনপির আয়োজনে জামালপুর জেলার মেলান্দহে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনের মাঠে বিএনপির সদস্যপদ নবায়ন, নতুন সদস্য ফরম পূরণ ও বিতরণ কার্যক্রমের ভার্চুয়ালি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন, তাদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের বিএনপির সদস্যপদ দেওয়ার জন্য নেতা-কর্মীদের আহ্বান জানান। এক বছর হলো ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি, কিন্তু গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে এখনো রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পারিনি। যতদিন পর্যন্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে না পারব, ততক্ষণ পর্যন্ত আমাদের রাজপথের আন্দোলন চলবে।

সদস্যপদ নবায়ন, নতুন সদস্য ফরম পূরণ ও বিতরণ কার্যক্রমে পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির জলবায়ু বিষয়ক সহসম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুরুল করিম মনজু, ইসমাইল হোসেন, আবদুল লতিফ আকন্দ, শাহ তালাত মাহমুদ, গোলাম হাফিজ নাহিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ১১টি ইউনিয়নের নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর