শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপিকে ধ্বংস করতে গিয়ে আ. লীগই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে : ড. আব্দুল মঈন খান নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপিতে ক্ষুব্ধ ভোটাররা চান দুর্নীতিমুক্ত প্রার্থী গাজার পথে মুক্তি পাওয়া ১৯৬৬ ফিলিস্তিনি তরুণ কৃষি-উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার যুক্তরাজ্যের মূল্যায়নে বাংলাদেশের দুই বিমানবন্দর শীর্ষে ‘মানবতাবিরোধী অপরাধ’: ১৫ সেনা কর্মকর্তা ‘হেফাজতে’ ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার বর্ণনা দিলেন শহিদুল আলম এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার টাকার মধ্যে হওয়া উচিত: জ্বালানি উপদেষ্টা জাতীয় পার্টির সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ

ফ্যাসিস্ট সরকারের কোনো দোসর বিএনপির সদস্য হতে পারবে না: শরিফুল আলম

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ১৬৪ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম বলেছেন, পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকারের কোনো দোসর বিএনপির সদস্য হতে পারবে না। গত ১৬ বছর যারা ফ্যাসিস্টের সাথে থেকে বিএনপির নেতা-কর্মীদের অত্যাচার, নির্যাতন, জেল, গুম, খুন করেছে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা বিএনপির সদস্য হতে পারবে না।

মঙ্গলবার (৮ জুলাই) বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মেলান্দহ উপজেলা, পৌর ও হাজরাবাড়ী বিএনপির আয়োজনে জামালপুর জেলার মেলান্দহে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনের মাঠে বিএনপির সদস্যপদ নবায়ন, নতুন সদস্য ফরম পূরণ ও বিতরণ কার্যক্রমের ভার্চুয়ালি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন, তাদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের বিএনপির সদস্যপদ দেওয়ার জন্য নেতা-কর্মীদের আহ্বান জানান। এক বছর হলো ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি, কিন্তু গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে এখনো রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পারিনি। যতদিন পর্যন্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে না পারব, ততক্ষণ পর্যন্ত আমাদের রাজপথের আন্দোলন চলবে।

সদস্যপদ নবায়ন, নতুন সদস্য ফরম পূরণ ও বিতরণ কার্যক্রমে পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির জলবায়ু বিষয়ক সহসম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুরুল করিম মনজু, ইসমাইল হোসেন, আবদুল লতিফ আকন্দ, শাহ তালাত মাহমুদ, গোলাম হাফিজ নাহিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ১১টি ইউনিয়নের নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর