শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রোহিঙ্গা সংকট সমাধানে ৭ প্রস্তাব দিলেন প্রধান উপদেষ্টা নির্বাচনে অংশগ্রহণ ও সফলতার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার: নাহিদ রোহিঙ্গা সমস্যার উৎপত্তি ও সমাধান মিয়ানমারে: প্রধান উপদেষ্টা দেশ সংস্কার কোনো নির্দিষ্ট দায়িত্ব নয়, এটা প্রকৃতির মতোই চলবে : ড. আব্দুল মঈন খান ডা. নারায়ণ হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড বারনামাকে ড. ইউনূস জনগণ কী চায়, সেটাই বাস্তবায়নের চেষ্টা করি নির্বাচনে অংশ নেব না, সংস্কারই অগ্রাধিকার: ড. ইউনূস অতিরিক্ত আইজি হলেন পুলিশের ৭ কর্মকর্তা নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপেদষ্টা মতভেদ থাকলেও জাতীয় স্বার্থে সকলের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন: তারেক রহমান

ফ্যাসিস্ট সরকারের কোনো দোসর বিএনপির সদস্য হতে পারবে না: শরিফুল আলম

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ৯৭ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম বলেছেন, পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকারের কোনো দোসর বিএনপির সদস্য হতে পারবে না। গত ১৬ বছর যারা ফ্যাসিস্টের সাথে থেকে বিএনপির নেতা-কর্মীদের অত্যাচার, নির্যাতন, জেল, গুম, খুন করেছে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা বিএনপির সদস্য হতে পারবে না।

মঙ্গলবার (৮ জুলাই) বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মেলান্দহ উপজেলা, পৌর ও হাজরাবাড়ী বিএনপির আয়োজনে জামালপুর জেলার মেলান্দহে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনের মাঠে বিএনপির সদস্যপদ নবায়ন, নতুন সদস্য ফরম পূরণ ও বিতরণ কার্যক্রমের ভার্চুয়ালি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন, তাদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের বিএনপির সদস্যপদ দেওয়ার জন্য নেতা-কর্মীদের আহ্বান জানান। এক বছর হলো ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি, কিন্তু গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে এখনো রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পারিনি। যতদিন পর্যন্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে না পারব, ততক্ষণ পর্যন্ত আমাদের রাজপথের আন্দোলন চলবে।

সদস্যপদ নবায়ন, নতুন সদস্য ফরম পূরণ ও বিতরণ কার্যক্রমে পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির জলবায়ু বিষয়ক সহসম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুরুল করিম মনজু, ইসমাইল হোসেন, আবদুল লতিফ আকন্দ, শাহ তালাত মাহমুদ, গোলাম হাফিজ নাহিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ১১টি ইউনিয়নের নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর