শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছা আরও ৩ মামলায় গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ৩০৭ পাঠক
প্রকাশকাল বুধবার, ১৮ জুন, ২০২৫

বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি জেবুন্নেছা আফরোজকে নতুন তিন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বরিশাল জেলহাজতে থাকা জেবুন্নেছাকে আজ মঙ্গলবার দুপুরে আদালতে আনা হয়। এ সময় তিনটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। আদালত আবেদন মঞ্জুর করে তাঁকে ফের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

ওসি মিজান বলেন, বরিশালের সাবেক এমপি জেবুন্নেছা দুটি মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে ছিলেন। মঙ্গলবার আরও তিন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি হত্যার অভিযোগসহ পাঁচ মামলায় গ্রেপ্তার হয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর